কবিতা ।। মেঘ কুয়াশার অভিমানী চাঁদ ।। মৌমিতা চ্যাটার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। মেঘ কুয়াশার অভিমানী চাঁদ ।। মৌমিতা চ্যাটার্জী

মেঘ কুয়াশার অভিমানী চাঁদ


 মৌমিতা চ্যাটার্জী

 

মেঘ চুপচাপ,

ঝরে টুপটাপ

ঘন কুয়াশার সাথে সন্ধি, 


রাত ঘুমঘুম,

পাড়া নিঃঝুম

একা চাঁদ জ্যোৎস্নায় বন্দী।


বুক ধুকপুক,

চুরি গেছে সুখ

ফিকে সুর তাল, জানা ছন্দ,


নির্ঝঞ্ঝাট,

একা চৌকাঠ,

 চেনা রাস্তা সব বন্ধ।



মন হারিয়ে,

পা বাড়িয়ে,

আজও ভরসা একরত্তি,


দ্বিধা ছাড়িয়ে,

বাঁধা পেরিয়ে,

শপথ আঁকবে তিন সত্যির।



তুমি ব্যস্ত,

খুব ব্যস্ত,

নেই অবসর দু'দন্ড?


হাত বাড়িও,

ফিরে তাকিও,

হবে, অভিমান সব পন্ড।

 

•••••••••••••••••




মৌমিতা চ্যাটার্জী

সাঁতরাগাছি, হাওড়া

পিন: 711112


No comments:

Post a Comment