আঞ্চলিক ভাষার দোলের গান ।। সবিতা বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

আঞ্চলিক ভাষার দোলের গান ।। সবিতা বিশ্বাস

 আঞ্চলিক ভাষায় দোলের গান

             সবিতা বিশ্বাস 

 

ফাগুন দিনে দোল এইসেছ্যে

রং মাখাব্য তুক্যে

আয় না কাছ্যে ও রাধিক্যে

রং মাখাব্য মুখ্যে

তুক্যে রং মাখাব্য মুখ্যে

 

খোঁপায় জড়ায় কৃষ্ণচূড়হা

গলহায় পলাশ মালহা

হামি তুর কৃষ্ণ হব্য

ডাকব্যি মুক্যে কানহা

রাধে ডাকব্যি মুক্যে কানহা

 

ধিকচা গিদাং বাইজব্যে মাদল

ঘিগজা গিজাং ঘিনা

কুঞ্জ সাজাই পিয়াল বনহে

ধাতিং নাতিং তিনা

ওহ ধাতিং নাতিং তিনা

 

প্রাণ সজনী তুই হামার

লাচব্যি হামাক ঘিরে

আড়চোখে দেইখব্যে শিমুল

দেইখব্যে ফিরে ফিরে

তুকে দেইখব্যে ফিরে ফিরে

 

রাঙায় দিব্য তুর বসন

লালচা ফুলের ফাগে

কানহে কানহে বুলব্য কথা

প্রাণহের অনুরাগে

ভালোবাসার অনুরাগে

আইজক্যে তুকে ছাইড়ব্য না রে

রাঙায় দিব্য ফাগে  

হামি রাঙায় দিব্য ফাগে |

 

-----------------------------


 


 

Sabita Ray Biswas

Flat - 3k Block -4,

Shankar Tower,

33 Sukanta Sarani,  Italgachha                          

Kolkata 700079


 

 

No comments:

Post a Comment