কবিতা ।। তোমার নামে ।। শ্রাবন কয়াল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। তোমার নামে ।। শ্রাবন কয়াল


     তোমার নামে

      শ্রাবণ কয়াল 


ঠিক কতটুকু অভিনয় জানলে প্রেমিক হওয়া যায়?
ঠিক কতটুকু দূরত্ব বাড়লে বলবে বিচ্ছেদ হয়েছ আমাদের?
এসব ভাবতে ভাবতে যখন  সন্ধ্যা ঘনিয়ে আসবে
পুকুর থেকে একদল হাঁস ডাক দেবে চই চই
ছোটো শিশু শিউলি ফুলের মালা হাতে ফুটপাতে
তুমি আর আমি তখন না দেখার ভান করে এগিয়ে যাব
ভুল বসত পাড়ায় রটে যাবে রমা নিরুদ্দেশ
পুকুরে থাকা হাঁসগুলি  ফিরবে যে যার ঘরে
তুমি খোঁজ নিয়ে জানবে
পোস্টমাস্টারের টেবিলে জমে আছে তোমার নামে অজস্র চিঠি।


================
 
শ্রাবণ কয়াল 
পাথরবেড়িয়া (লক্ষিকান্তপুর)
পোষ্ট:চন্ডীপুর
পুলিশ ষ্টেশন:ঢোলা হাট
জেলা :দক্ষিণ ২৪ পরগণা  
পিন:৭৪৩৩৯৯




 

No comments:

Post a Comment