কবিতা ।। খুঁজবো ইতিহাস ।। দীপক পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। খুঁজবো ইতিহাস ।। দীপক পাল

 

খুঁজবো ইতিহাস 

 

    দীপক পাল

 

 

পায়ে পায়ে হেঁটে যাবো একদিন আমি বহুদূর -

দূর হতে দূরে, দেশ হতে দেশান্তরে,

চলে যাবো ইতিহাসের সুদূর পথ ধরে

মহেঞ্জোদারো হরপ্পার কিনারায় পওল নগরে

খুঁজে নিয়ে সবুজ পাথর, যাবো চলে মরুপথ বেয়ে,

পাই যদি কোন মরুদ্যান, তবে জিরিয়ে নেবো ক্ষণেক,

চলবো আবার শকুনের চোখের আড়ালে,

পর্সিপলিশের ওপর দিয়ে উর শহরে

অথবা যেতে পারি কলম্বাসের মতো জলপথে

কম্পাস হাতে নিয়ে অতীব সন্তর্পণে,

থামতে পারি কোনো নির্জন দ্বীপে

খুঁজব কোনো ইনকা সভ্যতা বা অন্য কিছু,

যদি না পাই কিছু তবু খুঁজব অন্য কোনো দ্বীপে,

দ্বীপ হতে দ্বীপান্তরে

তবু যদি না আসে সফলতা কোনও,

যদি বেঁচে থাকি, তবে থামবো না কভু,

থামবো না আমি

খুঁজে যাবো পূর্বপুরুষের হারিয়ে যাওয়া ইতিহাস

মর্ত হতে অন্তরীক্ষে, সেখান থেকে কাস্পিয়ান সাগরে

যে ইতিহাস লুকিয়ে আছে অনন্তকালের গর্ভে,

খুঁজব আমি তাকে ব্যাসদেব ঋষি বাল্মীকির মতো

 

--------------------------


Dipak Kumar Paul,
DTC Southern Heights,
Block - 8, Flat - 1B,
Diamond Harbour Road,
Kolkata-700104.

No comments:

Post a Comment