তিনটি কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

তিনটি কবিতা ।। সুশান্ত সেন

তিনটি কবিতা ।। সুশান্ত সেন

ঘোড়া

মহাকালের রথের ঘোড়া আজ হয়েছে খোঁড়া
খোঁজ চলছে সকাল বিকাল সারা ভারত জোড়া
ডাক্তার আর কবিরাজের যারা হাড়ের গুনিন,
তিলকে যারা তাল করছেন বেবাক প্রতিদিন।
খুঁজতে খুঁজতে সন্ধ্যে হল রাত্রি নেমে আসে
বউ কথা কও গাছের ডালে ঘাড় বেঁকিয়ে হাসে।
খোঁড়া ঘোড়া কখন আবার দৌড় খেলায় নামে
খোঁজ চলছে সকাল বিকাল দক্ষিণে ও বামে।
বাজছে বাঁশি দৌড় আবার কখন হবে শুরু
ভেবেই মরি সারাটা দিন বক্ষ দুরু দুরু ,
কোন জীবনের কোন খেয়ালে কোন ঘোড়ারা ছোটে
অট্টহাস্য হাসছে সবাই , উত্তর নেই মোটে।
 
 

 বিশদ করে


বিশদ করে বুঝিয়ে বলা সহজ নয়
বিশদ করে বলতে গেলে চাই হৃদয়।
বেশি কথা বললে পরেই সর্বনাশ
অর্থ ঘিরে জমতে থাকে দীর্ঘশ্বাস ,
সাদা মনের সাদা কথা বিকট সুরে
দাঁত কটাকট তবলা বজায় নিকট দূরে ,
তান টা তাহার বদলে গিয়ে হলো কালো
কিনারা তার আর পাবে না দিক ভোলালো।
তাই ত এখন সেলাই করে মুখটা রাখি
মত টা মনের বিজন কোনে লুকিয়ে ঢাকি ,
মুক্ত মনের মানুষ এখন কমছে বেজায়
দেখছি অন্য সময় কবে মুখ তুলে চায় !
 
 

প্রাণ


প্রাণ থাকলেই চিন্তা
চিন্তা থাকলে চিন্তাকে ব্যক্ত করা
এই রূপ সমস্যাতে যখন অবসন্ন
তখন দেখা গেল
একটু একটু করে প্রভাত সূর্য উঠছে।
গত রাত্রের ঘুম না হওয়া সময়টা
একটু একটু করে দ্রব হয়ে
গোলাপি মদে মিলিয়ে যাচ্ছে।
তখন চিন্তা গুলি আবার
ঘোড়দৌড় এর মাঠে দৌড়াবে বলে
অশ্বক্ষুরে ঠোকাঠুকি শুরু করে দিল।
নানা রকম সংবাদ এইবার
পরিবেশিত হবে।
 
------------------------
 
সুশান্ত সেন
৩২বি , শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০

 


No comments:

Post a Comment