ছড়া ।। বাংলা ভাষায় বাঁচি ।। সুব্রত দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

ছড়া ।। বাংলা ভাষায় বাঁচি ।। সুব্রত দাস

বাংলা ভাষায় বাঁচি

সুব্রত দাস

প্রথম যেদিন চোখ মেলেছি
মুখ দেখেছি কার ?
আমার কেন, তোমার বেলাও
ঠিক ধরেছো, মা'র !
প্রথম কথা যেই শুনেছি
আদরমাখা কার ?
এবারও ঠিক বলবে জানি
সে তো আমার মা'র !
একটু একটু ক'রেই শেখা
যা কিছু সব শোনা -
সবকিছু তার আমার তোমার
মায়ের শব্দ-বোনা !
তাই দিয়ে হয় শ্রবন সুধায়
আমার মাতৃভাষা,
বাংলা ছড়ায়, চলায়-বলায়
গভীর ভালোবাসা !!
 
            ***
 
সুব্রত দাস
৩১/১, গোবিন্দ সেন রোড, পোঃ রামঘাট, 
গরিফা, সূচকঃ ৭৪৩১৬৬, উওর ২৪ পরগণা।

1 comment: