কবিতা ।। যখন ভালোবাসি ।। মনোজ চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। যখন ভালোবাসি ।। মনোজ চৌধুরী

যখন ভালোবাসি

মনোজ চৌধুরী

মাটির বন্ধুর রাস্তা দু ধার ঘেঁষে কলমীগাছ
দূর্বারা যখন দ্বিপ্রহরে রৌদ্রের মিষ্টি তাপে-
গা এলিয়ে রৌদ্র মাখে 
উত্তরের বাতাসে যখন সরষে ফুলগুলো 
নুইয়ে পড়ে খেলা করে 
তখন নতুন করে ভালোবাসি তাদের
নতুন করে প্রেমে পড়ি তাদের

মুকুলের গন্ধ যখন নাকে বাসা বাঁধে
ধবল বক যখন ধু ধু ফাটা মাঠে 
খুঁজতে থাকে খাবার 
কৃষকরা যখন গামছায় বাঁধা খাবার  
নিয়ে খেতে বসে আম গাছের সবুজ ছায়ায় 
তখন তাদের নতুন করে ভালোবাসি

ভাঙা বাঁশের বেড়ায় বনফুলের নির্মম হাসি
ভালোবাসি আমি বারবার। 

==========

No comments:

Post a Comment