দুটি কবিতা ।। মহা রফিক শেখ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

দুটি কবিতা ।। মহা রফিক শেখ

 

দুটি কবিতা  ।।  মহা রফিক শেখ

১) হাজার নীরবতা



মন চায় আকাশ ছুঁতে,
 কারণ হৃদয়ে জমেছে অসীম শূন্যতা।

মন চাই মুক্ত বিহঙ্গ হতে,
কারণ ডানায় জমেছে ওড়ার মান্যতা।

মন চাই দুষ্টুমির ছোঁয়া নিতে,
কারণ শরীরে জমেছে উষ্ণতা।

মন চাই কোন এক শীতে,
 জেগে উঠুক হাজার নীরবতা
 

(২) আফশোস



ধূসর মেঘে নীল দেখিনি...অনেকদিন!
ঝাপসা চোখে কুয়াশার ঘোলা ছোবল।

এলোমেলো বাতাস নড়াবার চেষ্টা করেছে আমাকে।
এলোমেলো করার জন্য।
 নড়িনি।
স্থির হয়েই রয়ে গেলাম।
কালবৈশাখীর সাথে পূর্ব অভিজ্ঞতা আছে। অনন্তকাল।
যদি পারো সাইক্লোন হও- টাইফুন হও ।
আমি ধ্বংস হতে চাই। 
আমি বিলীন হতে চাই - পঞ্চভূতে।
খুব আফসোস হয় একবার যদি নীল মেঘ দেখতাম বা 
একবার যদি সবুজ মরুদ্যানের দেখা পেতাম।
 
===========

মহা রফিক শেখ, মহিসার, খড়গ্রাম,মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ -742147




No comments:

Post a Comment