কবিতা ।। বন্ধু মনে পড়ে ।। কবিরুল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। বন্ধু মনে পড়ে ।। কবিরুল

বন্ধু মনে পড়ে

কবিরুল


বন্ধু মনে পড়ে  , 
সেই সরষের ক্ষেত , 
পদ্মার পাড় 
গোধূলি বিকেলের জমানো কান্না ? 
কত দিন হয়ে গেল 
তোর কোলেতে মাথা রেখে তারা গুনিনি ।
আকাশটাকে আজ বড্ড ছুঁতে ইচ্ছে করে
তোর বেঁধে দেওয়া ফ্রেণ্ডশিপ 
ব্যাণ্ডটা
সব কিছু বেঁধে রেখেছে শক্ত করে 
শুধু বাঁধতে পারেনি তোকে ? মনে পড়ে ?

========================
রঞ্জিত মল্লিক, 31, Natun Para Lane 

Near  Bandhab Press, Dev's Parlour

PO: Khagra

PIN: 742103

Berhampore, Murshidabad




No comments:

Post a Comment