কবিতা ।। প্রেম তত্ত্বে ।। সুমিত মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। প্রেম তত্ত্বে ।। সুমিত মোদক

প্রেম তত্ত্বে

সুমিত মোদক


গোঁসাইয়ের আখড়া থেকে ভেসে আসে বসন্ত রাগ ;
দখিনা বাতাসে বাতাসে  অলৌকিক এক মেঠো ঘ্রাণ 
খেলা করে ;
আর ঠিক তখনই দেখা হয়ে যায় রাইকিশোরীর সঙ্গে ;
মাধুকরি করে ফিরে আসে …

গাছে গাছে ভরে গেছে রাঙা পলাশ ,
কোকিলের কুহু তান ;
হৃদয়ে হৃদয়ে উৎসবের আয়োজন ;
এই বুঝি খসে খসে পড়বে উড়ন্ত পাখির পালক ;

কবে সেই প্রথম প্রেমালাপে কথা হয়ে ছিল 
জন্মান্তরবাদের ,
আজও মনে রেখেছে প্রথম প্রেমিকা  ;
অথচ , পরকীয়া প্রেম তত্ত্বে বিশ্বাসী এ জীবন ;
ভিতরে ভিতরে বার বার নতুন করে জন্ম নিতে পারি
নিজের কাছে , সময়ের কাছে ;

রাঙামাটির ধুলো ওড়ানো পথে পা রেখে
খুঁজে নিতে চাই ভালবাসার অভিমান ।

---------------------------
 


No comments:

Post a Comment