কবিতা ।। ভাষাশহীদ ।। হামিদুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। ভাষাশহীদ ।। হামিদুল ইসলাম

ভাষাশহীদ  

হামিদুল ইসলাম


আজও ঘুমিয়ে আছে রাত
তুলসীতলায় শিশিরের আনাগোনা
জেগে উঠছে ক'টা মৃত কঙ্কাল। জেগে উঠছে প্রাণ        ।।


ওরা শহীদ
ভাষা আন্দোলনের অমর শহীদ
কবরের মাটি কুরে কুরে খেতে পারে না ওদের
ওদের কণ্ঠে মাতৃভাষা
কবরের নিশ্ছিদ্র সুড়ঙ্গে ওরা আজও ফোটায় ভাষার গোলাপ       ।।


পাথর ক্ষয়ে যায়
জীবন ক্ষয়ে যায়
তবু মৃত্যুর ক্ষয় নেই
এক একটি পাথরের বুকে আঁকা শহীদ দিবস
এক একটি জীবনের ভেতর জন্ম নেয় ভোরের কাশফুল। জন্ম নেয় লড়াই       ।।


জেগে ওঠে রোদের দুপুর
জেগে ওঠে বজ্র কলম
জেগে ওঠে ভাষার আন্দোলন
মৃত্যুকে পরোয়া করে না মৃত্যুহীন প্রাণ। মৃত্যুহীন কবিতার বীজ       ।।


এসো বেঁধে বেঁধে থাকি
আসুক ঝড়। শিরদাঁড়া সোজা করো
জন্ম নিক নতুন ইতিহাস। চারা থেকে মহিরুহ হোক আগামী প্রজন্ম       ।।

--------------------------------
 
 
 
হামিদুল ইসলাম
গ্রাম +পোষ্ট = কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর।








No comments:

Post a Comment