কবিতা ।। ওরা একুশের লাল নিশান ।। শেখ আব্বাস উদ্দিন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। ওরা একুশের লাল নিশান ।। শেখ আব্বাস উদ্দিন

ওরা একুশের লাল নিশান

শেখ আব্বাস উদ্দিন 


রোদে তেতে ওঠা ধানক্ষেত
নরম 'ছায়াদিঘি'র জলে মৌন প্রহর বিলিকাটে, 
চৈতি বাতাসের বিষণ্ণতার চেয়ে বিষণ্ণ
আমাদের মায়ের মন,
শ্রাবণের অধিক কান্না তাঁর বুকের গহীনে।

ওরা একুশের লাল নিশান,
ওরা তরুন যৌবনের প্রিয় লাল ফুল,
ওরা আমাদের একাত্ম বর্ণমালা
ওরা পদ্মার পানি, অশান্ত মেঘনার খেয়া 
ওরা শেখ মুজিবের তেজী ভাষণ
ওরা তালিবপুরের চাঁদ, ওরা শুধু বরকত, রফিক নয়,
ওরা কখনও মইদুল, আনিস, সুদীপ্ত,
কখনও নাজিব, স্বপন, মাধাই, বরুণ 
সীমানার সাথে সাথে বদলে যায় ওদের নাম;
লক্ষে অবিচল।

ওরা জীবন্ত বিপ্লব, বুড়িবালামের তীর,
ওরা জলিয়ানওয়ালাবাগ, ওরা জালালাবাদ।
ওরা যোনি ছেঁড়া রক্ত ধর্ষিতার, 
সূর্যসম দীপ্ত তেজ ওরা 
ওরা সন্তানহারা মা-বাপের পাগল প্রলাপ
ওরা বেকার যুবকের অধ্যাবসায়
ছেঁড়া ছেঁড়া স্বপ্ন সেলাই করা জীবন ওদের 
ওদের প্রিয় রক্তের গোলাপ।

ওরা চলে যায়, দিয়ে যায় আকাশের বিস্তৃতি,
দিয়ে গেল আমার প্রিয়তমা বর্ণমালার ভেট,
আমার জন্মান্তরের অহংকার।।
অ আ ক খ'র আলপনা আমাদের হৃদয় জুড়ে।

ঝড়ো বাতাসের মত একরোখা ওরা, বড্ড দাপুটে, 
ওদের ভুলে যাওয়াটা বড় অপরাধ।
 
=======================

Shaikh Abbas Uddin
Prafulla Abasan
A Block, 2nd Floor
Vill.- North Kamrangu
P.O.- Jhorehat, P.S.- Sankrail
Dist.- Howrah -- 711302

No comments:

Post a Comment