কবিতা ।। তারা ভরা রাত ।। তন্ময় দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। তারা ভরা রাত ।। তন্ময় দাস

তারা ভরা রাত

তন্ময় দাস

 
 আমার হিয়ার বাঁধন মুক্ত করে 
কোথা যাও? ও মোর প্রিয় -
গেঁথেছি মাঘের  আবছা - আকাশের 
তারা দিয়ে মালা _
পূর্ণিমায় ক্ষয়ে যাওয়া চাঁদের লতিকা 
ভেবে রেখেছি আরো...কত
শোভা বাড়াবে  তারা তোমায়
আরো ভেবে রেখেছি জানো?

...... তোমার প্রসারিত পৌরুষালি বক্ষে -
ছিটাবো -পূর্ণিমার সাগর মন্থলিত আতর 
তার পরে ঘ্রাণ নিব, তোমার ওই বক্ষের
মাতাল - কামুক হবো তোমার প্রতি
দেখবে চুপি সারে, রাতের জেগে থাকা তারারা 
 

একটি বার দিয়ে যাও প্রিয় - এ সুখ
স্মৃতিতে রাখবো যত্ন করে
ভবিষ্যতে স্মৃতি মন্থনে ; সে সুখ লব -
মন ভরে বার বার
সে সংখ্যা যেন, গননায় না আসে 
 
            .................

তন্ময় দাস
জলপাইগুড়ি


No comments:

Post a Comment