কবিতা ।। দেখা হলে বলে দিও ।। রবিউল ইসলাম মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। দেখা হলে বলে দিও ।। রবিউল ইসলাম মন্ডল

দেখা হলে বলে দিও

রবিউল ইসলাম মন্ডল



দেখা কি হবে আর
কখনো সেই প্রতিবাদী মানুষটির ?
যার হাতে পুস্পস্তবক -
মৃদুভাষী, 
চোখে অতন্দ্র নিশানা ।


ঐ দুরে , বহু দুরে  
একা একা ঘুরে ঘুরে।
পঁচিশ দিন খুঁজেছি 
মিশে গিয়েছি জনতার ভীড়ে ।  

 দিনভর দেখেছি
শালুক তুলতে গিয়ে 
তাকিয়ে থাকি
 নীল আকাশের দিকে । 

 খুঁজে কি পাবো ?
কিম্বা আর কোনদিন 
দেখা হবে ?
আজো অপেক্ষায়  --

পরনে সাধারণ বেশ,

অসাধারণ দৃষ্টি 
এককথা একশো কথার সমান ।

 এমন প্রতিবাদী মুখ
 কখনো কোথাও দেখো
বলে দিও
আজো অপেক্ষায় আমি । 

সে আর এক বার অপশাসনের সামনে 
এসে দাঁড়াক
শিরদাঁড়াহীন মানুষগুলি তাকে দেখলে
হবে থরহরি কম্প ।।

-সমাপ্ত:-

No comments:

Post a Comment