কবিতা ।। বসন্তের এই দিন ।। দীপঙ্কর সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। বসন্তের এই দিন ।। দীপঙ্কর সরকার

বসন্তের এই দিন

দীপঙ্কর সরকার


‌বসন্তের এই দিন কৃষ্ণচূড়া ফুল ফাগুয়া রঙে
রাঙা আকাশ, পাতায় পাতায় ঢেউ খেলে
যায় বিষণ্ণতা হীন ।

দোয়েল কোয়েল সুর ভাঁজে ওই  মধুর স্বরে
কোকিল ডাকে হৃদয় ভরপুর , গানে গানে
মুখর চারিদিক ।

বৃন্দাবনে দোল উৎসব রাঙিয়ে শাড়ি কৃষ্ণ 
ভিলেন অপাঙ্গে চায় রাধিকা সুন্দরী ঈষৎ
লাজে বুক ঢিপ ঢিপ ।

স্মিতহাস্যে প্রাণের নাগর হৃদয়ে দেয় দোল 
দোলে দোলে উছলে ওঠে বসন্তের এই দিন
আনন্দে রঙিন ।

===========
 
 
 
দীপঙ্কর সরকার
কাঁঠাল পুলি
(সিংহের হাটের কাছে)
চাকদহ
নদীয়া
৭৪১২২২

No comments:

Post a Comment