ছড়া ।। বইমেলা ।। সুব্রত চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

ছড়া ।। বইমেলা ।। সুব্রত চৌধুরী

বইমেলা

সুব্রত  চৌধুরী


বাঙ্গালির এই প্রাণের মেলায়

নতুন বইয়ের টানে

পায়ে পায়ে খুশির নায়ে

ছোটে মেলার পানে।


বইয়ের  মেলায়  ঘুরে  বেড়ায়

উছল  খুশি  প্রাণে,

মনটা  সবার  যায়  জুড়িয়ে

নতুন  বইয়ের  ঘ্রাণে।


মঞ্চ  জুড়ে  বাঁশির  সুরে 

কাব্যকথাগানে,

নেচে গেয়ে হৈ হুল্লোরে

ভাসে খুশির বানে।


অটোগ্রাফে ভরে  খাতা

মুঠোফোনে সেলফি,

চটপটি আর ফুচকা সাথে

মজার মালাই কুলফি।

 

——————————

 

  

 

আটলান্টিক সিটিযুক্তরাষ্ট্র

No comments:

Post a Comment