Featured Post

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

ছবি
  নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে  গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি ১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা : এই প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।        পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে। লেখক/কবিকে সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।       যাঁদের আগে কোন বই হয়নি , তাঁরা অগ্রাধিকার পাবেন। নতুনদের উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।       লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে ।   ই-মেল : nabapravat30@gmail.com  (এবং হোয়াটসঅ্যাপেও)। বইয়ের শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে , শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই । মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে ।       সঙ্গে লেখক পরিচিতি , ঠিকানা , যোগাযোগের ( কল ও হোয়াটসঅ্যাপ )   নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা। অনলাইন বা মুদ্রিত পত্রিকা বা সমাজ - মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে । তবে কোনও গ্রন্থভুক্ত লেখা

মতিলাল দাস / কবিতাগুছ



বাঁচাও বৃক্ষ 



বনানী উজাড়, পাহাড় উধাও
চারদিকে বন্যপ্রাণী করছে হাহাকার,
যুগ-যুগ ধরে নির্বিচারে চলছে
বনানীর উপর চরম অত্যাচার।

যেখানে যাই সেখানে শুনতে পাই
প্রকৃতির করুন মৌন চিৎকার,
অরণ্য আজ মরুভূমিতে পরিণত 
বৃক্ষ খাদকরা করছে অনাচার।

যুগের পর যুগ করছে বৃক্ষ নিধন
কাঁদে বৃক্ষপ্রেমীদের মন,
আজকের পৃথিবীটা ভারসাম্যহীন 
কালে-কালে বাড়ছে পরিবেশ দূষণ।

খুঁজে পাইনা চিরচেনা সেই বনানী
চারদিকে শুধু বৃক্ষের ক্রন্দন,
রাতবিরাতে বনদস্যুদের হোলিখেলা
বাঁচাও বৃক্ষ, বাঁচাও প্রাণের স্পন্দন।

*****************************

ক্ষমা করো


ক্ষমা চাইযে প্রিয়তমা ক্ষমা চাইযে আমি
বকুল ফুলের মালার চেয়ে হিরের নেকলেস দামী।
স্বপ্নঘোরে ছিলাম আমি শুধু বেসেছি ভালো
বুঝিনিতো এতদিন লাগে কিছু জমকালো।
হৃদয় আসন পেতে দিয়েছি দিইনি স্বর্ণকমল খাট
কুসুম কোমল হাতটি ধরে নিয়েছিলাম সস্তা নদীর ঘাট।
তুমি তখন ছিলে আনমনা কারন বুঝিনি কোনমতে
এখন বুঝেছি আগ্রহ তোমার  মিয়ামী সমুদ্র সৈকতে।
তন্নতন্ন করে খুজে উৎসব পার্বনে দিয়েছিলাম শাড়ি
বড় মূর্খ ছিলাম,পছন্দ ছিল তোমার মার্বেলপাথর বাড়ি।
গ্রীষ্মতাপদাহে সকরুণ বলেছিলাম, বাইরে স্নিগ্ধ সমীরণ
তুমি বলেছিলে, এসি কিনতে পারনা , কেন ডাক অকারন।
আজ পত্রপুষ্পশুণ্য চৈত্রের অবেলা, ভাবছি বসে একেলা
সংসারক্ষেত্র নয় জলকেলি খেলা
হৃদয় ছাড়া কিছুই দিতে পারিনি প্রিয়তমা
করো ক্ষমা করো ক্ষমা
সত্যি বুঝেছি আমি
বকুল ফুলমাল্য নয়, হিরের নেকলেস দামী।

*******************************


ক্ষণিকের অতিথি



হে অচিন! 
কি দেব তোমায়!
আমার আছে অজস্র স্মৃতি
বাজতে পার স্মৃতির নুপূর হয়ে
কল্পনার বিচিত্র বর্ণিল অবনীতে
হতে পার কোনো এক বর্ণরাজ।
হয়তো দেখতে পার পাশে বসে
জলধির হৃদয়ে শশীর মাতাল নৃত্য
শুনতে পার নিস্তব্ধ রজনীতে শূন্য ছাদে-
পবনের না বলা কথা।
চলতে পার এক শ্রাবণ সিক্ত পথের সঙ্গী হয়ে
অথবা শুভ্র কাশবনের পথ ধরে
কোনো এক শরৎ বিকেলে।
হয়তো ঝরতে পার এক যামিনীতে
আমার কপাল বেয়ে শ্রাবণ হয়ে
উড়তে পার শাড়ির আঁচল ধরে-
একটি লাল প্রজাপতি হয়ে কৃষ্ণচূড়ারর বনে।
দুলতে পার খোলা কুন্তলে কোনো এক সন্ধ্যা রাতে
আসতে পার এক জ্যোৎস্না  রাতির ঘুম হয়ে দুই নয়ন ছুঁতে।
তুমি হলে হতে পার
কোনো মুহূর্তের নিঃশ্বাস অথবা একটি দীর্ঘশ্বাস
কিন্তু সে তো নয় কোনো ক্ষণের তরে ক্ষনিকের অতিথি।

******************************


মতিলাল দাস
হলদিয়া, পূর্ব মেদিনীপুর
✆ - 9126178279   

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 'স্বাধীনতা, স্বদেশ ও স্বকাল' বিষয়ক সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান