রবীন বসু কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

রবীন বসু কবিতা











প্রেম বর্ষাজলে ধোয়া


মল থেকে মলে ঘুরে যাচ্ছে প্রেম
হাইওয়ে ধরে উদ্দাম দুরন্ত দৌড়
হঠাৎ শ্রাবণধারা ভিজিয়েই দিল
হেলমেট থেকে ঝরে পড়ল ক্লেম l

বাইক বিরতি নিয়ে প্রেমিক যুগল
ধাবার গরম চায়ে ঠোঁটটি ভেজায়
আর কিছু চাই? জল ও পাউডার
জিজ্ঞাসা চোখে নেয় খোঁড়া সুবল l

প্রেমিক হাসছে দেখ, প্রেমিকা চিৎ
ও রাধিকা আজ দ্যাখ্ এ বৃন্দাবন
তুমুল বৃষ্টির তোড়েই ভাসছে নগর
ঠিক যেন জল-গামলা হয়েছে চিৎ l

প্রেম জাগে প্রেম ভাসে অসহ বিরহ
কে কাটে হাতের শিরা, কে নেয় দড়ি
শোক নিয়ে মোমবাতি জ্বলছে দেখি
কদম গাছের ডালে কাঁদে বর্ষা-বিরহ l

তবু প্রেম ভেজে সেই  শ্রাবণ ধারায়
অভিসারে যাবে সে আবহমান-ভেলা
দুলে ওঠে নড়ে ওঠে গভীর জলরেখা
মানব মানবীর প্রেম বর্ষাজলে ধোয়া l

=====================

রবীন বসু
১৮৯/৯, কসবা রোড, কলকাতা-৭০০ ০৪২
ফোন : 9433552421