মোনালিসা পাহাড়ীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

মোনালিসা পাহাড়ীর কবিতা


এগোচ্ছি



মূল‍্যবোধ গুলো  সস্তা হতে হতে
বিক্রি হয়ে যাচ্ছে ছেঁড়া কাগজের মতো
নির্বিঘ্নে, নির্দ্বিধায়....
সর্বসমক্ষে একটা আস্ত পাহাড়
রাতারাতি গলে যায়-
ঢুকে পড়ে যৎসামান্য বড়লোকের বুকপকেটে
অথবা উচ্চ মধ‍্যবিত্তের নানা সৌখিন চাওয়ায়-

দিনে দিনে জঙ্গল উধাও হচ্ছে
বিলীন হচ্ছে পানীয় জল
হারিয়ে যাচ্ছে চেনা প্রাকৃতিক জীব
ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হচ্ছে পৃথিবী

এইভাবে সব হারাতে হারাতে
আমরা নিজের হাতে নিজেদের কবরগুলো খুঁড়ে দিচ্ছি,সযত্নে
একটু একটু করে এগিয়ে যাচ্ছি
রুক্ষ্ম ধুসর পৃথিবীর পরম ধ্বংসের দিনটির দিকে।

============================

মোনালিসা পাহাড়ী
প্রযত্নে- চন্দন দাস
মনোহরপুর, গড় মনোহরপুর
দাঁতন, পশ্চিম মেদিনীপুর,৭২১৪৫১
ফোন- 9635269527