কবিতাগুচ্ছঃ সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতাগুচ্ছঃ সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়



থাপ্পড়


ঠাটিয়ে একটা থাপ্পড় মারতে ইচ্ছে করে- 
প্রশ্ন করবেন - কাকে? উত্তর- অনেককে,
চারদিকে এত মিথ‍্যা অন‍্যায় অবিচার
সহ‍্য হয় না যে আর।
তবু কেন জানিনা
নিজেই মুখ থুবড়ে পড়ি
সাহস যে হয়না
তাই গুমরে মরি।
নিরুপায় কলম চলে,
জানি বেকার
কিন্তু আমার যে কিছু
করার নেই আর
জানি এই বলপেনে
নেইকো ধার
তিনটাকার কলম
কতটুকু ক্ষমতা তার।।


আফিমখোর


পণ‍্য বিক্রির প্রমোশন
কষে দেখাও বিজ্ঞাপন
ফাঁকে গল্পের কেরিকেচার
দেখিয়ে করো সংসার ছাড়খার
দেখো আফিমখোররা ঝিমায় কেমন।।


হারাচ্ছে


হারাচ্ছে বাবুই
হারাচ্ছে টুনটুনি
দেদার চায়নাটুনি
ডিজের গান শুনি

মৌয়েরা বাক্সবন্দী
দুনিয়া মুঠোবন্দী
যান্ত্রিক বিশ্বে আমরা
সুকান্তস্বপ্ন রয় অধরা।।


গল্প


গল্পের মত জীবন সাজাতে চাই
এলোমেলো হয়ে যায়
জীবনের গল্প বলতে ভাই
কথা হারিয়ে যায়
যেমন এই বর্ষা সন্ধ‍্যায়
সময় কি করে কাটায়
বুঝে ওঠা দায়
শব্দেরা কোথায় যে পালায়।।


গণতন্ত্র


জন্মগত অধিকার
খর্ব করে সরকার
দোহাই সংবিধানের
বাহানা আইনের
আমরা কি নাগরিক
না আস্ত বেল্লিক
কিসে যে গণতন্ত্র
কেমন বা প্রজাতন্ত্র
বুঝি কে বা কিসে
বেঁচে আছি তো বিষে
দিবসগুলো তাই
ঝিনচাক করে মাতি ভাই
শহীদের রক্ত ভুলে যাই
হাভাতের মত করি খাই খাই।।

=====================

সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়, ৩৪ সৌদামিনী নগর, মোড়পুকুর, রিষড়া, হুগলী ৭১২ ২৫০
 চলভাষ ৯৯০৩৬৭৬১৮৩‌