কবিতা / অমিত পাটোয়ারী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা / অমিত পাটোয়ারী

পাঠিকা একা একক


একজন শুদ্ধ পাঠিকার কোনো দেয়ালবোধ থাকে না
এমনকি বাস ট্রাম ট্যাক্সির হলুদ বিকেলে—
লেডি বিদ্যাসাগরের মতো যার হাঁটার ভঙ্গি
এবং আইজ্যাকের কোনো সূত্রকেই যে পরোয়া করে না।
এমন একজন আনন্দমন
এমন একজন ঈর্ষাসবুজ
একজন...  কল্যাণ-লোহা বাধা পেরোতে পেরোতে
বলে গেলেন , এসমস্ত সাদা জুড়ে
একটাই দোকানপাঠ
একটাই স্মৃতি-বনভূমি
যেখানে তুমি তোমার পূর্বজদের কোনো
পাত্তাই পাবে না এবং উত্তরসুরি
বুকের উপর বসে অনাবশ্যক হা–হা করে হাসবে।


=========================


নাম : অমিত পাটোয়ারী
ফোন : 8420628146
ঠিকানা : আটঘরা , দঃ ২৪ পরগণা , কোলঃ ৭০০১৫২