কবিতা: চন্দন সুরভি নন্দ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: চন্দন সুরভি নন্দ



চাই অন্ধকার 


অন্ধকার ভালো লাগে 
তার রং কালো নয় 
সব সাদাই তো ভালো নয়

মৃত্যুর ওপর দাঁড়িয়ে 
রাত্রিকে করেছি আহ্বান 
যদি শান্তি ফেরে
বিষন্ন মনের গভীরে 
আতঙ্কের বিভীষিকায় 

কি অপূর্ব নীরবতা মাঝে 
পৃথিবী ঘুমিয়ে পড়ে 
জীবন মুক্ত প্রসন্নে
ফেলে নিঃশ্বাস 

আকাশের দিকে চাই
একটু সান্তনা পাই
গ্রহ তারাদের মেলা

অন্ধকার দীর্ঘতম হোক
ভোর হলেই তো শুরু 
বোম বন্দুক খেলা! 
 ------------

Chandansuravi Nanda
Revenue Officer
BL&LRO
Manbazar-ll block
Purulia
Ph-9163332432