কবিতা: মনীষা কর বাগচি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: মনীষা কর বাগচি

মজবুরী



কিছু কষ্ট আছে যারা শেষ হতে হতেও হয়না।
নতুন নতুন রূপ নিয়ে নতুন ভাবে আসে।বারবার আসে।

         কখনও ফুলের রঙ ধরে আসে কখনও আগুনের, যে রূপেই আসুকনা কেন কালবৈশাখীর ঝড় ওঠে সমস্ত অস্তিত্বে।বিপন্ন হয় বেঁচে থাকার আশাটুকু।
তার মধ্যেও ভোররাতের জ্যোৎস্না হ‌ই।

          সেটা আমার মজবুরী ...

==========================

Manisha Kar Bagchi
Azadpur Delhi-33
9711839955