কবিতাঃ মানবেশ মিদ্দার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতাঃ মানবেশ মিদ্দার



আষাঢ় আগমন



মেঘ-মাল্লারে বাজালো কে সুর?
          জমে রাশি রাশি মেঘ মেঘ মেঘ।
বইছে বাতাস এলো মেলো চলে
          ওই চেয়ে দেখো বেগ বেগ বেগ।

ঘণঘটা আজ নৈর্ঋত কোণে,
          ঘণ কালো মেঘ ওই ওই ওই।
নাই নাই নাই সাদা বক আজ,
          নভে রামধনু কই কই কই?

এসো এসো এসো নব মেঘ-ভার,
         নব জল ধরা ঢালো ঢালো ঢালো।
খর বয়ে এসো নবীন আষাঢ়,
         দিঘল সুনীল কালো কালো কালো।

গুরু গুরু গুরু মেঘ মৃদঙ্গ,
         বৃষ্টি বাদল ঝর্ ঝর্ ঝর্।
পূবালী হওয়ায় আষাঢ় আগমনী,
         মেঘে ঢাকা নভে কড়্ কড়্ কড়্।

ঝুরু ঝুরু ঝুরু বৃষ্টির গান,
         বিজলীর ছটা চিক্ চিক্ চিক্।
বাদল বাতাসে হিমেল পরশ
         নিবারিবে তৃষা ঠিক্ ঠিক্ ঠিক্।

নিদাঘ দগ্ধ বনভূমি মনে
         বদলের দোলা দোল্ দোল্ দোল্।
নব-বর্ষার নব স্নানে
         সবুজের ডালা খোল্ খোল্ খোল্।

নেত্র মুদিয়া আজ দিনমণি
         ঘুমে ঢুলু ঢুলু ঢুলু -,
শ্রীমতী সন্ধ্যা বাসর রচিল।
         ঝর ঝর বারি কুলু কুলু কুলু।

ফটিক জল, স্ফটিক পান,
         চাতকের গান শোন্ শোন্ শোন্
একলা কুটীরে একা একা বসি
         ভাবো কার কথা কোন্ কোন্ কোন্।
_____________

মানবেশ মিদ্দার
গ্রাম - প্যামড়া,
পোষ্ট - জতরাম,
জেলা - পূর্ব বর্ধমান,
পিন - 713104
ফোন : 9832122134