কবিতাঃ আশিস চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতাঃ আশিস চৌধুরী


এমন দিনে 



বর্ষণ মন্দ্রিত সন্ধ্যা
কে যেন দরজায় কড়া নাড়ল
আমি ছুটে গিয়ে দরজা খুলে দি
আর বলি-'এসো আমার ঘরে'

তারপর গীতবিতানের পাতা থেকে
একের পর এক পড়তে থাকি
তিনি মুচকি হেসে 
আমার মুখের  দিকে তাকিয়ে থাকেন
আমি আবেশ বিহ্বল হয়ে যাই
পড়তে পড়তে হঠাৎ দেখি তিনি নেই

এই তুমুল বৃষ্টিতে তিনি গেলেন কোথায় ?
সাধ ছিল মনে শোনাব তারে
'এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়'

----------------------------------------------

ASHIS CHOWDHURY,BURNPUR
WEST BARDHAMAN.
MOBILE NO.9474378170.