ফরহাদ হোসেনের দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

ফরহাদ হোসেনের দুটি কবিতা


১)

ওই ছেলেটা

-------------------
ওই যে কাঁধে কোদাল নিয়ে যাচ্ছে ছেলেটা.....
ও মাঠে ফসল ফলায়
কখনো কখনো হাতুড় দিয়ে দেওয়ালও ভাঙ্গে।
পড়াশুনায় বেশ ভালোই ছিল।
মাধ‍্যমিকে রেজাল্ট ভালো-উচ্চমাধ্যমিকেও,
স্নাতক পেরিয়ে আরও কত ডিগ্রী নিল।

ওই যে কাঁধে কোদাল নিয়ে যাচ্ছে ছেলেটা.....
পড়তে ভালোবাসতো-ইতিহাস,ভূগোল,বিজ্ঞান।
কলেজে পড়ার সময় কোন এক মেয়ের মন ও পড়েছিল!
কি জানি নামটা ছিল?কি জানি নাম?
ঠিক মনে পড়ছেনা!
হয়তো অনামি;
সে এক অনামি বন্দর ছিল!
কিছুক্ষন দাঁড়ানোর সুযোগ দিয়েছিল।

ওই যে কাঁধে দোকাল নিয়ে যাচ্ছে ছেলেটা,
ওরো একটা হৃদয় ছিল!
আজ সে হৃদয়ে জন্মেছে ঘাস,
বুনো জঙ্গলে ছেয়ে গেছে মন।
অসীম পথে কাঙাল!বুকে আশার কবর!

ওই যে কাঁধে কোদাল নিয়ে যাচ্ছে ছেলেটা,
পাশের বাড়ির মাস্তান,
মাধ্যমিক টেনেটুনে পাশ করা নেতা ছেলেটাকে জনসভায় উত্তরীয়,ফুলের মালায় সন্মানিত হতে দেখেছে।
কোন দৈবশক্তির প্রভাবে সম্পদের পাহাড় করা যায়?
পাশের বাড়ির ছেলেটার
ভাষণে শুনতে হয়েছে গনতন্ত্র কাকে বলে!
সাম‍্য কিভাবে আসবে সমাজে?
কি দুঃসাহস সাম‍্যের কথা বলে!

ওই যে কাঁধে কোদাল নিয়ে যাচ্ছে ছেলেটা....
ওই তো এখনো চলছে....  
আধুনিক ভারত হেঁটে চলছে রাগে-অভিমানে!
ওই তো এখনো কাঁধে কোদাল নিয়ে হাঁটছে!

--------------------------------------------------


2)

লুটেরা

--------------
লুটেছে তৈমুর লং
লুটেছে ব্রিটিশ
শাণিত ছুরি রক্ত মেখেছে
অশ্রু দিয়েছে ব্রিটিশ।

তৈমুর লং চীরশক্রু....
চেতনায় ঝলসে গেছে ব্রিটিশ।

আজও লুট হয় একটি ধ্বনি
রাস্ট্রবাদের নামে!
লুটেরা সাজে....
শব্দ গুলি আকাশে বাতাসে ডানা মেলে উড়ে।
গনতন্ত্রের স্লোগান বৃদ্ধাশ্রমের অপেক্ষায়!

*************************************

নাম:-ফরহাদ হোসেন
জেলা:-জলপাইগুড়ি
ফোন নং:-৮৭৫৯০৬৮৮০৬
------**------