Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

লক্ষ্মীকান্ত মণ্ডলের মুক্তগদ্য



মামন  :  প্রাণপণ যুদ্ধকাল



অতৃপ্তি থেকে পরিচয় হীন কতকগুলো দিন ঝাপট খায় ঝর ঝর শব্দে । বক উড়ে চললেও কবিতার শিথিল মুহূর্তে শরীর গুলি গ্রীষ্মে উড়ে। কোনো গাছের পাতা নড়লেও তাকে আমি বট পাতা বলেই জানি ।  সে কারনেই একরোখা মামনকে মনে পড়ে হঠাৎ হঠাৎই । যদিও এই দরকারি সময়ে তাকে মনে পড়ার কোনো কারন খোঁজা বৃথা । তবুও কবিতা আক্রান্ত কিছু গাছ ও কিছু কবিতার মোড় গুলি অক্লান্ত পরিশ্রম করছে ,  সুঠাম দেহ লতায় সুন্দরী করে তোলার জন্য । কিছু বালি সিমেন্টের দোকান গড়ে ওঠছে ঠিকই। কিন্তু বাড়ি তৈরি করতে পারছে না তেমন ভাবে কেউই । নতুন পুরোনো  মিলিয়ে কাঁটাখালি থেকে যেদিকে যাই না কেন শরীরের বাহান্ন টুকরোর নেশায় সেই নদী টাই আসে । সে আমার কেলেঘাই । কিন্তু মামনকে মনে পড়ার কারণটাও তাই  - তাই কি , নাকি ওই বাহান্ন টুকরো গুলোর মধ্যে কোনো অস্থির সময় কাজ করে । সকাল থেকে যে খালটা বয়ে গেছে দুপুর পেরিয়ে তার পাশে নোনা জল নেই আর । কেবল মোরাম রঙের সময় আবহমান । তাতেই হরেক মাল দশ টাকার মতো হরেক পথ দশ লাখ টাকায় মেদো মাতালদের পকেটে । আমরা দুপুরের ভাত থেকেই বিকেলের চা পর্যন্ত  এক ধরনের নেশায় টো টো' র খোঁজ করতে থাকি । বাউণ্ডুলে হওয়া বৃক্ষগুলি আলো আঁধারের সাথে পাল্টে যেতে থাকে ডালপালার দোলনে । 


 একদিন কেটে গেলেই একটি  শ্বাস নেওয়া  শরীরের  পরিবর্তন হতে বাধ্য । তার দৈর্ঘ্য বাড়ে , প্রস্থ বাড়ে , তেমনি বেড়ে যায় তার বুকও । এই বেড়ে ওঠার ধরনটা কী রকম । গর্ভাশয়ে শুয়ে শুয়ে অভিমন্যু যেভাবেই শিখে ফেলেছিল সাত শত্রু সাথে লড়াই করার সুত্র , সেভাবেই একান্ত নিঃশব্দেই চলে চোরা জোয়ার । বিষে অমৃতে দ্বিতীয়ার চাঁদের দিকে তাকিয়ে গভীর হতে থাকে । বেড়ে যায় আনাড়ি কিছু স্বাধীনতা , চিন্তার নৈরাজ্য । সেদিকে তাকাতেই বাজামুথা ঘাসের শিকড়ের মতোই সুবাসে অভিভূত হতে পারেন আপনি । অনেক দিনের জমানো মনের কথা  শীতলা মণ্ডপের বৃদ্ধ বট গাছের ক্ষয়ে যাওয়া শিকড়ে বাসা বাঁধা উই পোকার মতো বেরিয়ে আসতে পারে সন্ধ্যার করুণ আকুতি । সে সবের গুরুত্ব আপনাকে দিতেই হবে । না  হলে তো  ফুল কুড়ানো যাবে না  কোনো দিন  । কিন্তু  আপনি ফুল কুড়িয়েছেন , কিংবা ঝরে যাওয়া ফুলের কাছে আনমনা হয়েছেন কয়েক সেকেণ্ড ,  সে আপনি যতই রাবণ টাবণ  হোন না কেন । এ কথা যে কেউ হলফ করে  বলতে পারে । এর ভিতরে অস্থিরতা কাজ করেই  , নড়েচড়ে দেখুন সারা গায়ে প্লাটিনাম আর কোমরে কোমরে ফাটাফাটি হোমের আগুন , আহুতির মন্ত্র আছাড় খায় তিন ভাগ ঢেউয়ে  - তাই  নানান্ শব্দ কানে আসে , এ অবধি স্রোতড়ড় গিয়েছে সেই প্রবাদে  - নিরিবিলি হয়ে যাওয়ার রাতেরা কাওকে কিছু না বলে একা একা খুঁজে ফেরে সেই মূল রোমের বিশ্বাস। ভেবেছেন অনেকেই , এর জন্য তো কোনো তরঙ্গ দেখি না , মন স্থাপনের সেই ফেলে আসা দুঃখ কথায়  আবরণ  খুলে দ্যায় না খিদে নিয়ে । তেমনি হয়েছে চিলের ডানা প্রেম আর প্রাণান্তকর রামধনুর মূর্ছনা  । সে একাকার করে দ্যায় সমার্থক বটের ঝুরি আর প্রাচীনতা । 


 গাঁয়ের মাটিতে আর মোচড় খায় না পতিত বৃক্ষমূল , ক্ষুধা ও তৃষ্ণার মাঝে পীড়নের রৌদ্র ঝড় ; জলকুমির খেলায় কোনো ভবিষ্যৎ নেই আর ।  মাটির লগ্নে ডুবে থাকা স্তর ডু্বন্ত শরীরের শেষ ধাপে । কিন্তু পরের মুখের দিকে তাকিয়ে  শব্দ তো বাঁচে না । তার জন্য চাই আলো বাতাস জল ।  যেমন বেঁচে থাকে বর্ষার মা' র ভেজা উনুন  ; শীত গ্রীষ্ম বর্ষায় কিছু না কিছু তো পুড়িয়েই থাকে , সেই জ্বালানি যোগাড় করতে হয় বর্ষা' র মা কেই  সাহায্য করার মতো কেউ নেই তার । নেই বললে ভুল হবে  - সকলেই আছে ,  তার পুকুর আগুন উঠোন  কাঁদাল এবং ফুট খানিক চওড়া পায়ে চলা পথ  - যা চলে গেছে বাজারের দিকে । এই পথ দিয়েই  দেবর নন্দাই  খুড় শ্বশুর  ইত্যাদি ইত্যাদি  -  সবাই নাড়ি নক্ষত্র হাড় মাস বুক কোমর  পুড়িয়ে খাক করে দিতে চায় । মাঝে মাঝে মনে হয় মা কালী'র চেড়ীর মতো সকলের হৃৎপিণ্ড গুলো ছিঁড়ে খায় সে । শিবের থানে ঘোরে স্বপ্নহীন স্থবির অমানিশা , তবু দূর কোনো জলা'র সাধনায়  তার স্থবিরতার কাছে মানত করে নয়নজুলির জলের মতে । লিঙ্গটিও  কেমন ক্ষয় হতে হতে হয়ে যায় কালো পাথর । এই জীবন বোধ , এই ভালবাসা,  এ এক অদ্ভুত প্রাণ দায়ী ফসল তোলার কথা । কী আশ্চর্য ,  আমি ভাবি বর্ষার মা কে আমি চিনি  - কিন্তু পথ দীর্ঘ হতে হতে সেখানে এতো মানুষের ছায়া পড়ে যে আমাকে ঘনিষ্ঠ ব্যভিচারী হতে বাধা দেয় ।  তার হিজল গাছে পাইকার লাগে , বাঁশ ঝাড়ে রোদ সব রাত নষ্ট করে  ঝরা পালক কুড়িয়ে নেয় । এই ভাবে সব জটিলতার অন্দরে বইতে থাকে হাওয়া । 

যা নিলে নয়  তাই নিলাম । প্রতি মুহূর্তের ব্যথা ভরা বুকের আকাশটা চলে যায় কাঁপা কাঁপা বৃষ্টির ভিতর। কোনো বাড়ি ফেরা নেই , কেবল তলপেট ভর্তি জল নিয়ে ক্ষুধা ও তৃষ্ণার একটা জীবন কেটে যায় স্থির । কাকের ডানা থেকে নিরাসক্ত পালক ঝরে পড়লেই আমি হেঁটে যাই আমারই অতীত যুদ্ধ কাল নিয়ে। 




জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত