কবিতা: শম্পা দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: শম্পা দাস



চাওয়া পাওয়া 

চাইনি আমি একমুঠো রোদ কিংবা একপশলা বৃষ্টি,
জ্যোৎস্না রাতের হিমেল হাওয়া অথবা  মেঘ এক মুষ্ঠি,
চাইনি আমি গগন চুম্বি আভিজাত্যের প্রাসাদ,
চেয়েছি আমি একটুকু ঘর তাতেই তোমার বিষাদ!
চেয়েছিলাম তোমার কাছে একটু "ভালোবাসা"-
তুমি পারলে না তা দিতে, আমায় আপন করে নিতে II
============




Sampa Das
C/O, Mr. Mintu Das
Kusumba Sahapara
Narendrapur,
Kolkata- 700103
phone: 7003205197