Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

সান্ত্বনা চ্যাটার্জী ।। রম্য রচনা




কবিতা চর্চা




রবিবার সকালে বাজার করে ফিরছি আমাদের আবাসনের পরিচালক সমিতির সদস্য রবিশংকর বাবুর সাথে দেখা ।

মশাই আমাদের আবাসন থেকে এবার পুজোয় পত্রিকা বার করার কথা ভাবছি ।

তা ভালো তো ।

সে বললে তো হবেনা আপনার লেখা চাই।

এই মরেছে আমি লিখতে পারিনা যে ।

যা পারেন তাই লিখুন এখানে কে আর রবীন্দ্রনাথ ।

সকালে কাজের মেয়ে এক কাপ চা দিয়ে গেছে । খবরের কাগজ পড়া হয়ে গেছে । এখন মনের খাতায় লেখার খসরা চলছে।

র্গোল ফুটবল কুমরোপটাশ
আর কি নামে ডাকি

আর এক কাপ চা দাও তো ।

এখন চা হবে না রান্না হচ্ছে ।

গুষ্টির পিণ্ডি হচ্ছে ! (অবশ্যই স্বগতোক্তি)

আমি আবার পদ্য লেখার চেষ্টা শুরু করি;
মনের খাতা থেকে মুখে এসে গেছে;

র্গোল ফুটবল কুমরোপটাশ
আর কি নামে ডাকি
আর  কি  নামে  ডাকি
কোথায় গেল সেই প্যাঁচাটা
আমায় দিয়ে ফাঁ....

বলি আর কত নীচে নামবে ।গিন্নীর কণ্ঠ কানে এল ।

মানে !আমি হতবাক্ ।

মানে বুঝতে পারছনা ? আর কত ঢং করবে
বয়সের তো গাছ পাথর নেই । ছিঃ তোমার সংগে আর থাকা যায় না । এক কাপ চা দিতে দেরী তার জন্য এ ভাবে অপমান করবে ?

কি জ্বালা রে বাবা ; কখন আবার তোমাকে অপমান করলাম ।

ন্যাকা সেজোনা বলছি - কুমর পটাস ডাকি , বলছিলে এক্ষুনি ;দিন কে রাত করে ছাড়বে!
আমাকে পছন্দ নয় তো দেখো না কোনো কলকাতা সুন্দরী পাও কি না।

আরে বাবা আমি কবিতা লিখছি !

আমাকে বোকা বুঝিও না ।তুমি আর কবিতা!

কাক  কোকিলের মত
কুহু ডাকতে চায়
কর্কশ ডাক শুনে
পিলে চমকায় !

পাশের ফ্ল্যাট এর বারান্দা থেকে বিভুতি ডাক দিল-  ও দাদা ও বৌদি ঝগড়া করছেন কেন ।

আরে নানা আমরা কবিতার প্রতিযোগিতা করছি ।

তাই না কি! আমাদের পত্রিকায় সে সব চাই কিন্তু । আপনাদের যুগল পদে্যর শীষর্ক কি ?

কত্তা বনাম গিন্নী ।

চালিয়ে যান দাদা বেশ লাগছে ।

দুর বাবা নিজের বাড়িতে বসে কবিতা লেখা যাবেনা ! কিন্তু অবাক কান্ড গিন্নী তো মুখেমুখে দিব্যি কবিতার ভাষায় গাল দিয়ে দিল ।

ফুটবল বা কুমরোপটাশ কোন নামে যে ডাকি
কোথায় গেল সেই প্যাঁচাটা
আমায় দিয়ে ফাঁকি !

আনন্দে লাফিয়ে উঠলাম , বাঃ দারুন ছন্দমিলে পদ্য ।

আহ কী জ্বালাতন থামতে চায়না
ডেকেই চলে কাক;
থামো এবার নয়তো ভাংব
তোমার চক চকে ঐ টাক ।

আমি তো কবিতা লিখছি কিন্তু তুমি বকে চলেছ কেন বলো তো । যাও না রান্না কর ।

না যাব না; তুমি দুটো লাইন লিখলে আমি চারটে লিখব । শুনে রাখ তুমি যা কিছুই করতে গারো সেটা আমি আরো চারগুন ভালো করতে পারি ।

বটে !

নিশ্চয় কিছু বলিনা বলে আমাকে অবলা ভেবনা ।

তুমি আর অবলা ! যে বলে সে আহাম্মক ।  এতো বছর ঘর করছি হাড়ে হাড় টের পাচ্ছি ।
যাক সে কথা;
আমি মনে করছি এক জোরা পালোয়ানি গোঁফ আর চাপ দাড়ি রাখব ।

চোখ দিয়ে যদি ভষ্ম করা যেতো তাহলে আমি এতোক্ষনে পুড়ে ছাই ।

সেদিনের মতো কবিতা চর্চার ইতি  ।।

==========================

সান্ত্বনা চ্যাটার্জী
এ১৬৬ লেক গার্ডেন্স
কলকাতা ৭০০০৪৫
৯৮৩০৩২২৬০১










সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল