Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

মতিলাল দাস / কবিতাগুছ



বাঁচাও বৃক্ষ 



বনানী উজাড়, পাহাড় উধাও
চারদিকে বন্যপ্রাণী করছে হাহাকার,
যুগ-যুগ ধরে নির্বিচারে চলছে
বনানীর উপর চরম অত্যাচার।

যেখানে যাই সেখানে শুনতে পাই
প্রকৃতির করুন মৌন চিৎকার,
অরণ্য আজ মরুভূমিতে পরিণত 
বৃক্ষ খাদকরা করছে অনাচার।

যুগের পর যুগ করছে বৃক্ষ নিধন
কাঁদে বৃক্ষপ্রেমীদের মন,
আজকের পৃথিবীটা ভারসাম্যহীন 
কালে-কালে বাড়ছে পরিবেশ দূষণ।

খুঁজে পাইনা চিরচেনা সেই বনানী
চারদিকে শুধু বৃক্ষের ক্রন্দন,
রাতবিরাতে বনদস্যুদের হোলিখেলা
বাঁচাও বৃক্ষ, বাঁচাও প্রাণের স্পন্দন।

*****************************

ক্ষমা করো


ক্ষমা চাইযে প্রিয়তমা ক্ষমা চাইযে আমি
বকুল ফুলের মালার চেয়ে হিরের নেকলেস দামী।
স্বপ্নঘোরে ছিলাম আমি শুধু বেসেছি ভালো
বুঝিনিতো এতদিন লাগে কিছু জমকালো।
হৃদয় আসন পেতে দিয়েছি দিইনি স্বর্ণকমল খাট
কুসুম কোমল হাতটি ধরে নিয়েছিলাম সস্তা নদীর ঘাট।
তুমি তখন ছিলে আনমনা কারন বুঝিনি কোনমতে
এখন বুঝেছি আগ্রহ তোমার  মিয়ামী সমুদ্র সৈকতে।
তন্নতন্ন করে খুজে উৎসব পার্বনে দিয়েছিলাম শাড়ি
বড় মূর্খ ছিলাম,পছন্দ ছিল তোমার মার্বেলপাথর বাড়ি।
গ্রীষ্মতাপদাহে সকরুণ বলেছিলাম, বাইরে স্নিগ্ধ সমীরণ
তুমি বলেছিলে, এসি কিনতে পারনা , কেন ডাক অকারন।
আজ পত্রপুষ্পশুণ্য চৈত্রের অবেলা, ভাবছি বসে একেলা
সংসারক্ষেত্র নয় জলকেলি খেলা
হৃদয় ছাড়া কিছুই দিতে পারিনি প্রিয়তমা
করো ক্ষমা করো ক্ষমা
সত্যি বুঝেছি আমি
বকুল ফুলমাল্য নয়, হিরের নেকলেস দামী।

*******************************


ক্ষণিকের অতিথি



হে অচিন! 
কি দেব তোমায়!
আমার আছে অজস্র স্মৃতি
বাজতে পার স্মৃতির নুপূর হয়ে
কল্পনার বিচিত্র বর্ণিল অবনীতে
হতে পার কোনো এক বর্ণরাজ।
হয়তো দেখতে পার পাশে বসে
জলধির হৃদয়ে শশীর মাতাল নৃত্য
শুনতে পার নিস্তব্ধ রজনীতে শূন্য ছাদে-
পবনের না বলা কথা।
চলতে পার এক শ্রাবণ সিক্ত পথের সঙ্গী হয়ে
অথবা শুভ্র কাশবনের পথ ধরে
কোনো এক শরৎ বিকেলে।
হয়তো ঝরতে পার এক যামিনীতে
আমার কপাল বেয়ে শ্রাবণ হয়ে
উড়তে পার শাড়ির আঁচল ধরে-
একটি লাল প্রজাপতি হয়ে কৃষ্ণচূড়ারর বনে।
দুলতে পার খোলা কুন্তলে কোনো এক সন্ধ্যা রাতে
আসতে পার এক জ্যোৎস্না  রাতির ঘুম হয়ে দুই নয়ন ছুঁতে।
তুমি হলে হতে পার
কোনো মুহূর্তের নিঃশ্বাস অথবা একটি দীর্ঘশ্বাস
কিন্তু সে তো নয় কোনো ক্ষণের তরে ক্ষনিকের অতিথি।

******************************


মতিলাল দাস
হলদিয়া, পূর্ব মেদিনীপুর
✆ - 9126178279   

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত