Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

মতিলাল দাস / কবিতাগুছ



বাঁচাও বৃক্ষ 



বনানী উজাড়, পাহাড় উধাও
চারদিকে বন্যপ্রাণী করছে হাহাকার,
যুগ-যুগ ধরে নির্বিচারে চলছে
বনানীর উপর চরম অত্যাচার।

যেখানে যাই সেখানে শুনতে পাই
প্রকৃতির করুন মৌন চিৎকার,
অরণ্য আজ মরুভূমিতে পরিণত 
বৃক্ষ খাদকরা করছে অনাচার।

যুগের পর যুগ করছে বৃক্ষ নিধন
কাঁদে বৃক্ষপ্রেমীদের মন,
আজকের পৃথিবীটা ভারসাম্যহীন 
কালে-কালে বাড়ছে পরিবেশ দূষণ।

খুঁজে পাইনা চিরচেনা সেই বনানী
চারদিকে শুধু বৃক্ষের ক্রন্দন,
রাতবিরাতে বনদস্যুদের হোলিখেলা
বাঁচাও বৃক্ষ, বাঁচাও প্রাণের স্পন্দন।

*****************************

ক্ষমা করো


ক্ষমা চাইযে প্রিয়তমা ক্ষমা চাইযে আমি
বকুল ফুলের মালার চেয়ে হিরের নেকলেস দামী।
স্বপ্নঘোরে ছিলাম আমি শুধু বেসেছি ভালো
বুঝিনিতো এতদিন লাগে কিছু জমকালো।
হৃদয় আসন পেতে দিয়েছি দিইনি স্বর্ণকমল খাট
কুসুম কোমল হাতটি ধরে নিয়েছিলাম সস্তা নদীর ঘাট।
তুমি তখন ছিলে আনমনা কারন বুঝিনি কোনমতে
এখন বুঝেছি আগ্রহ তোমার  মিয়ামী সমুদ্র সৈকতে।
তন্নতন্ন করে খুজে উৎসব পার্বনে দিয়েছিলাম শাড়ি
বড় মূর্খ ছিলাম,পছন্দ ছিল তোমার মার্বেলপাথর বাড়ি।
গ্রীষ্মতাপদাহে সকরুণ বলেছিলাম, বাইরে স্নিগ্ধ সমীরণ
তুমি বলেছিলে, এসি কিনতে পারনা , কেন ডাক অকারন।
আজ পত্রপুষ্পশুণ্য চৈত্রের অবেলা, ভাবছি বসে একেলা
সংসারক্ষেত্র নয় জলকেলি খেলা
হৃদয় ছাড়া কিছুই দিতে পারিনি প্রিয়তমা
করো ক্ষমা করো ক্ষমা
সত্যি বুঝেছি আমি
বকুল ফুলমাল্য নয়, হিরের নেকলেস দামী।

*******************************


ক্ষণিকের অতিথি



হে অচিন! 
কি দেব তোমায়!
আমার আছে অজস্র স্মৃতি
বাজতে পার স্মৃতির নুপূর হয়ে
কল্পনার বিচিত্র বর্ণিল অবনীতে
হতে পার কোনো এক বর্ণরাজ।
হয়তো দেখতে পার পাশে বসে
জলধির হৃদয়ে শশীর মাতাল নৃত্য
শুনতে পার নিস্তব্ধ রজনীতে শূন্য ছাদে-
পবনের না বলা কথা।
চলতে পার এক শ্রাবণ সিক্ত পথের সঙ্গী হয়ে
অথবা শুভ্র কাশবনের পথ ধরে
কোনো এক শরৎ বিকেলে।
হয়তো ঝরতে পার এক যামিনীতে
আমার কপাল বেয়ে শ্রাবণ হয়ে
উড়তে পার শাড়ির আঁচল ধরে-
একটি লাল প্রজাপতি হয়ে কৃষ্ণচূড়ারর বনে।
দুলতে পার খোলা কুন্তলে কোনো এক সন্ধ্যা রাতে
আসতে পার এক জ্যোৎস্না  রাতির ঘুম হয়ে দুই নয়ন ছুঁতে।
তুমি হলে হতে পার
কোনো মুহূর্তের নিঃশ্বাস অথবা একটি দীর্ঘশ্বাস
কিন্তু সে তো নয় কোনো ক্ষণের তরে ক্ষনিকের অতিথি।

******************************


মতিলাল দাস
হলদিয়া, পূর্ব মেদিনীপুর
✆ - 9126178279   

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল