Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

মুক্তগদ্য: সুপ্রীতি বর্মন



সোজাসাপ্টা পাঁচালী...



অনেক বকাটে ছেলে ছোকরার মতে,,,, 

@ লেখা হল,,,, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো,,, 

@ কিংবা কোন অকাজ,,, কাটাকাটি শব্দের ইন্দ্রজাল বা নিষ্প্রয়োজনীয় শব্দের অর্থভান্ডার,,, 

@ অথবা তোমার মস্তিষ্কের পণ্ডশ্রম নিরলস অনর্থক প্রয়াস একাগ্রচিত্তে ঠিক যেন কাঠের বুকে মাথা গুঁজে ঘুণ পোকার এলিবিলি কাটা,,, নিষ্ফল,,, যেন কোন ভস্মে ঘি ঢালা,,, 

@ কিংবা অপভ্রংশে ভরা হাড় হিম রক্ত জল করা স্রোতে মানসিক বৈকল্য ইচ্ছাশক্তির উপর ভর করে নির্মাণ কোন বোধিবৃক্ষ যার পুষ্টিরসে,,, মস্তিষ্কের চিন্তনশক্তির গজানো শেকড় আরো খানিকটা সমৃদ্ধশালী হয়ে উঠে,,,,, 

@ অনেকের মতে লেখালিখি কোন কাজ‌ই নয় শুধু অহেতুক সময় নষ্ট,,, তাই লোকালয় সমানে উন্মুখ হয়ে গেঁজিয়ে ওঠে মুখের উৎসুক জিজ্ঞাস্য লালায়,,,"বলি হচ্ছেটা কি,,, কি করো তুমি এছাড়া",,, হয়ত এক্ষেত্রে মস্তিষ্কের জট পাকানো আগাছা গুঁতো মেরে ধর্তব্যের বাইরে থাকা লোকটাকে আঁকড়ে ধরতে চায় তার কর্মের মধ্যে নিজের মস্তিষ্ক ও মনন এর ব্যাপ্তি খুঁজতে চায়,,, কিন্তু তার কোন থৈ খুঁজে না পেয়ে অতলে ডুবে যেতে থাকে,,, অজ্ঞানতার ডাগর ডোগর চোখে হা হয়ে তাকিয়ে থেকে,,,,,

 কারণ এতে যে কোন অর্থ উপার্জন হয় না,,, যেটা হল আয় আমাদের গার্হস্থ্য আশ্রমের ভাষায়,,, শুধু বসে থাকো জ্ঞানের রসদ জমিয়ে অঘ্রাণের পালুই হয়ে গেরস্থালির এক কোনে জবুথুবু,,না কোন হোমে না কোন যজ্ঞে,,, ধর্মের ষাঁড়,,,, আর তোমাদের উচ্চশিক্ষিত সমাজের ঝোলা পারিতোষিক বহন কোন গর্দভ,,যেটার প্রায়োগিক অর্থ শূন্যতা দৈহিক উন্নয়নে,,,,কিন্তু ষোল আনা পূর্ণতা মননশীল ভ্রূণ অঙ্কুরোদ্গমে,,,, 
আর কখনো সখনো পোড়া মোটমজুরের খেটে খাওয়া মানুষের মতন ১০০ দিনের কাজের শেষে পাওনা,,, রয়্যালটি,,,, না না অর্থ নয়,,, সম্মান,,যা অনেকটা চালুনির কোলে লুকানো বালি,,, প্রতিষ্ঠিত ও প্রগতিশীল সমাজে অনেকটা হেলাচ্ছেদ্যা কড়ি,,,, 

লেখা হল সেই ঊণকোটি চৌষট্টি কর্ম যা তোমার অবচেতনে সবসময় চলতে থাকে কিন্তু কলমে এসে পূর্ণাঙ্গ অবয়বে প্রেমিক এসে ধরা দেয় তোমার চূড়ান্ত ক্ষিধেয় ও অভাবের হুতাশনে,,, ঝুপঝুপ করে হঠাৎ এসে তোমাকে ধরা দেয় যখন তুমি তার পরোয়া না করে নিজের খামখেয়ালে ডুবে থাকতে চাও,,,, 

লেখা হল তোমার অসমাপ্ত শূন্যতায় ভেসে ওঠা কোন রাজকীয় অন্দরমহলের চিত্রনাট্য যেখানে তোমার সার্থকতায় কল্পনার বিলাসব্যসন,,, একপ্রকার মহার্ঘ মূল্যের বিলাসিতা,,,,, 
তোমার স্বর্ণাক্ষরে শিহরণ নৈশিল আভূষণ,,, তমসা ঘোরে কড়িকাঠ চিঁড় ধরা ফাটল থেকে সোহাগ শশীর উঁকি দেওয়া উল্কি,,,,,

================================

সুপ্রীতি বর্মন 
প্রযত্নে: মানিক লাল বর্মন 
ঠিকানা: সুভাষপল্লী, কালীতলা সন্নিকট
পোস্ট + জেলা: পূর্ব বর্ধমান 
পিন: 713101

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক