Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

মুক্তগদ্য: সুপ্রীতি বর্মন



সোজাসাপ্টা পাঁচালী...



অনেক বকাটে ছেলে ছোকরার মতে,,,, 

@ লেখা হল,,,, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো,,, 

@ কিংবা কোন অকাজ,,, কাটাকাটি শব্দের ইন্দ্রজাল বা নিষ্প্রয়োজনীয় শব্দের অর্থভান্ডার,,, 

@ অথবা তোমার মস্তিষ্কের পণ্ডশ্রম নিরলস অনর্থক প্রয়াস একাগ্রচিত্তে ঠিক যেন কাঠের বুকে মাথা গুঁজে ঘুণ পোকার এলিবিলি কাটা,,, নিষ্ফল,,, যেন কোন ভস্মে ঘি ঢালা,,, 

@ কিংবা অপভ্রংশে ভরা হাড় হিম রক্ত জল করা স্রোতে মানসিক বৈকল্য ইচ্ছাশক্তির উপর ভর করে নির্মাণ কোন বোধিবৃক্ষ যার পুষ্টিরসে,,, মস্তিষ্কের চিন্তনশক্তির গজানো শেকড় আরো খানিকটা সমৃদ্ধশালী হয়ে উঠে,,,,, 

@ অনেকের মতে লেখালিখি কোন কাজ‌ই নয় শুধু অহেতুক সময় নষ্ট,,, তাই লোকালয় সমানে উন্মুখ হয়ে গেঁজিয়ে ওঠে মুখের উৎসুক জিজ্ঞাস্য লালায়,,,"বলি হচ্ছেটা কি,,, কি করো তুমি এছাড়া",,, হয়ত এক্ষেত্রে মস্তিষ্কের জট পাকানো আগাছা গুঁতো মেরে ধর্তব্যের বাইরে থাকা লোকটাকে আঁকড়ে ধরতে চায় তার কর্মের মধ্যে নিজের মস্তিষ্ক ও মনন এর ব্যাপ্তি খুঁজতে চায়,,, কিন্তু তার কোন থৈ খুঁজে না পেয়ে অতলে ডুবে যেতে থাকে,,, অজ্ঞানতার ডাগর ডোগর চোখে হা হয়ে তাকিয়ে থেকে,,,,,

 কারণ এতে যে কোন অর্থ উপার্জন হয় না,,, যেটা হল আয় আমাদের গার্হস্থ্য আশ্রমের ভাষায়,,, শুধু বসে থাকো জ্ঞানের রসদ জমিয়ে অঘ্রাণের পালুই হয়ে গেরস্থালির এক কোনে জবুথুবু,,না কোন হোমে না কোন যজ্ঞে,,, ধর্মের ষাঁড়,,,, আর তোমাদের উচ্চশিক্ষিত সমাজের ঝোলা পারিতোষিক বহন কোন গর্দভ,,যেটার প্রায়োগিক অর্থ শূন্যতা দৈহিক উন্নয়নে,,,,কিন্তু ষোল আনা পূর্ণতা মননশীল ভ্রূণ অঙ্কুরোদ্গমে,,,, 
আর কখনো সখনো পোড়া মোটমজুরের খেটে খাওয়া মানুষের মতন ১০০ দিনের কাজের শেষে পাওনা,,, রয়্যালটি,,,, না না অর্থ নয়,,, সম্মান,,যা অনেকটা চালুনির কোলে লুকানো বালি,,, প্রতিষ্ঠিত ও প্রগতিশীল সমাজে অনেকটা হেলাচ্ছেদ্যা কড়ি,,,, 

লেখা হল সেই ঊণকোটি চৌষট্টি কর্ম যা তোমার অবচেতনে সবসময় চলতে থাকে কিন্তু কলমে এসে পূর্ণাঙ্গ অবয়বে প্রেমিক এসে ধরা দেয় তোমার চূড়ান্ত ক্ষিধেয় ও অভাবের হুতাশনে,,, ঝুপঝুপ করে হঠাৎ এসে তোমাকে ধরা দেয় যখন তুমি তার পরোয়া না করে নিজের খামখেয়ালে ডুবে থাকতে চাও,,,, 

লেখা হল তোমার অসমাপ্ত শূন্যতায় ভেসে ওঠা কোন রাজকীয় অন্দরমহলের চিত্রনাট্য যেখানে তোমার সার্থকতায় কল্পনার বিলাসব্যসন,,, একপ্রকার মহার্ঘ মূল্যের বিলাসিতা,,,,, 
তোমার স্বর্ণাক্ষরে শিহরণ নৈশিল আভূষণ,,, তমসা ঘোরে কড়িকাঠ চিঁড় ধরা ফাটল থেকে সোহাগ শশীর উঁকি দেওয়া উল্কি,,,,,

================================

সুপ্রীতি বর্মন 
প্রযত্নে: মানিক লাল বর্মন 
ঠিকানা: সুভাষপল্লী, কালীতলা সন্নিকট
পোস্ট + জেলা: পূর্ব বর্ধমান 
পিন: 713101

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩