Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতাগুচ্ছঃ রাবাত রেজা নূর


আবে হায়াত



রাতের কোলে ঘুমিয়ে পরে পৃথিবী
আমি একা জেগে রই; নিসঃঙ্গ
মুছে যায় বারোয়ারি জীবনের রূপ, রস, গন্ধ;
আয়না খুলে দেখি সে এক অবাক পৃথিবী।

রাতের কোলে ঘুমিয়ে পরে রাত
আমি একা চাঁদ হয়ে থাকি
হেলাফেলা অবহেলা মুছে দিয়ে
নীল রঙে মোহান্ধ জীবনের ছবি আঁকি

রাতের কোলে ঘুমিয়ে পরে প্রেম
আমি একা দেবদাস হয়ে যাই; ছন্নছাড়া
পরবাসী বাতাসের ঢেউ;
উচ্ছৃঙ্খলাকে উসকে দিয়ে
হঠাৎ লুকিয়ে পড়ে কেউ।

রাতের কোলে সঁপে দিয়ে মোহান্ধ জীবনের বারোয়ারি রঙ;
অমৃতের পেয়ালা ভেবে পান করি আকণ্ঠ গরল
বেমালুম ভুলে গিয়ে নিজ জাতপাত;
চাঁদ তার জোসনার থালা উল্টালে  দেখি হায়;
বিষ নয়;
পান করেছি  আবে হায়াত।


------------------------------------------------------------------


মায়ানদী



যেদিকে তাকাই একটা বড়সড় নদী প্রবাহিত হতে দেখি;
শুকনো খটখটে চারদিক; নদীটার তবুও ভরা যৌবন
অক্টোপাসের মত আষ্টেপৃষ্ঠে বেধে রেখেছে নদীটা।
শূন্য মরুভূমির মধ্যেও নদীটা তুমুল সতেজ;
গাঢ় কাকচক্ষু জলে মিটায় তিয়াস।

নদীটার কোনো ঠিক ঠিকানা নেই; আদিবাসী শামুকের মত শক্ত খোলসে লুকানো জলতরঙ্গ
পাথরের বুক চিরে বয়ে চলে নদীটার প্রেম।

কবে কোথায় নদীটার সাথে পরিচয়; জানি না
সে না আমি, কিভাবে প্রণয়; বেমালুম ভুলে গেছি

সে এক অবাক নদী; তার প্রেমে কোনোদিন ডুবেনি; এমন পুরুষ নাই।

নদীটা উৎসারিত হয়েছে মানুষের কলব থেকে;
সিনার ভেতরে তার রঙধনু রঙ
নদীটা প্রবাহিত মানুষের মধ্য দিয়ে;
পা থেকে মাথা অবধি, নদীটার আশ্রয়স্থল।

নদীটার নাম মায়ানদী।

---------------------------------------------------------------------

কবিতার কাছে হাটু মুড়ে বসি



ফুরসত পেলেই কবিতার কাছে হাটু মুড়ে বসি
অর্ঘ্য দেবার মত কিছুই নেই;
একটা ডানপিটে বাল‍্য কাল;
একটা তছনছিয়া কৈশোর;
আর আসি আসি করা যৌবন
এই তো সম্বল।

কবিতার কাছে হাটু মুড়ে বসি
বাল‍্য কাল অর্ঘ্য দিয়ে বলি;
'ভালোবাসি'
আদিবাসী শামুকের মত খোলস খুলে;
নাও,  চাইলে নিয়ে নিতে পার দু চারটে কাল বৈশাখী ঝড়; আমার শৈশব থেকে।
সব চকচকে স্মৃতি যেন হরিণ ওয়ালা এক টাকার নোটের মত।
কবিতা চোখ তুলে চায় না; সলজ্জ বধূর মত।

কবিতার কাছে হাটু মুড়ে বসি
তছনছিয়া কৈশোরটা দিয়ে ফেলি; বলি
'ভালোবাসি'
কাঠ ঠোকরার ঠক ঠক শব্দের মত।
ঝড়ে বাধা জ্বর; বাবার পুরান পিরান;
মায়ের দেয়া জলপট্টি; সব নিয়ে নাও
এ আমার অর্ঘ্য। আজন্ম জমানো সুখ।
সোনার দ্বীপের লাল কাকড়া যেমন নিমেষে উধাও
তেমনি শব্দের কন্ঠ শোনার সাথে নাই হয়ে যায় কবিতাও ।

কবিতার কাছে হাটু মুড়ে বসি
শেষমেশ দিয়ে দেই আসি আসি করা যৌবনটাও
আমার শেষ সম্বল;
পাহাড়িয়া কন‍্যার মত সলজ্জ ভঙ্গিতে ঘোমটা খুলে
কবিতা;
বেণীতে গুজে ঘাসফুল;
মুখে রহস্যময় খয়েরী হাসি।
প্রসাদ টুকু নিয়ে;
ফের আমি কবিতার কাছে হাটু মুড়ে বসি।

====================


রাবাত রেজা নূর
কবি ও কথাসাহিত্যিক
ঢাকা।
ফোন: ০১৯৬০-৫৪৬৯০৫
মেইল: rabatrezanoor@gmail.com


সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল