কবিতাগুচ্ছ: সৌমেন সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতাগুচ্ছ: সৌমেন সরকার


               আদর



তোমার ঠোঁটের উষ্ণ স্পর্শ চাইছি,
না,ঠোঁটে নয়;কপালে

আমি বুঝতে চাইনা তুমি আমায় কতটা ভালোবাস,
আমি জানতে চাইনা আমি তোমার কাছে কতটা মূল্যবাণ,

আমি কেবল দেখতে চাই,যখন আমার থেকে আমি যাবে হারিয়ে,
তখনও কতটা ভালোবাসতে পার আমায়!



            সে

       

তাঁর চোখের তারায় আমি উন্মুক্ত
আমার দৃষ্টি বিভ্রান্ত,পরিশ্রান্ত;
কণ্ঠ বাক্ রুদ্ধ!শ্বাসপ্রশ্বাসের গতি স্তিমিত...

তাঁর বক্র দৃষ্টি শানিত!
আমার হৃদয় আবিষ্ট,আকৃষ্ট;
সে নিরুত্তর!আর আমি তার উত্তরের আশায়...

         

       উষ্ণতা



উত্তপ্ত মরুর বুকে মরিচিকা
আর তপ্ত কাঞ্চন প্রেম

উষ্ণ মরুর বালুকনা জমে
      বরফ হয়ে যাক

আমি আর তুমি খুঁজি
একটা ঠান্ডা ওয়েসিস

আর বুকে নিয়ে মরুর উত্তাপ
চল,ডুব দিই বালির সমুদ্রে...


===================



সৌমেন সরকার,
vill-জয়পুর;
P.S-বনগাঁ,
P.O-ছয়ঘরিয়া,
Dist-উঃ 24 পরগনা,
M-7699345368,9609190092