কবিতাঃ প্রদীপ কুমার সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতাঃ প্রদীপ কুমার সামন্ত



উৎসমুখে পলি      



স্বর্গের পারিজাত ফুল আজ আর
ফোটে না কাননে
কখন কোথায় ফোটে, তাও জানি না
না ফোটার কারণও অজানা  ।

তবুও মনে হয়--
কোথাও যেন সৃষ্টিস্হলে
       অবরোধ করেছে পথ
উৎসমুখে পি জমে মজে গেছে ,
    ভাল ড্রেজার পাওয়া দুষ্কর
    সেটাই সৃষ্টির প্রকৃত অন্তরায়  ।

অন্যায়-অবিচার , খুন ধর্ষণ সন্ত্রাসে
দেশ ছেয়ে গেছে
চলছে অবিরত দিন বদলের পালা
প্রকৃত সভ্যতা আর আসে কই  ?

সনাতন পন্হী ধর্ম আজ মুক বধির
রন্ধ্রে রন্ধ্রে সমাজ পচিত গলিত
    পারিজাত ফুল ফুটলেও
         গন্ধহীন, অনাস্বাদিত  ।


======================================
প্রদীপ কুমার সামন্ত /
 সম্পাদক-দীপশিখা /
 উমেদ পুর /পোষ্ট-চাউল খোলা /
 জেলা- দঃ 24 পরগণা / পিন্-743377
     কথা-9830908258