কবিতা: সোমের কৌমুদী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: সোমের কৌমুদী

        

 

চশমা



নিজেকে ভালোবেসে আমার আমিত্ব-র সমান তোমার ভালোবাসা

প্রতিনিয়ত উপেক্ষা করে চলি,
কিন্তু হাজার টাকায় কেনা চিকিৎসকের মুহূর্তের কৃত্রিম ভালোবাসাকে
উপেক্ষা করতে পারি নি।

চশমা ব্যবহারের প্রথম দিনেই ভুলবশত
তোমার চশমা পড়েই পথে বেড়িয়েছিলাম হাঁটতে,
কি অদ্ভুত! জনারণ্যে আমি প্রথমে নিজেকেই দেখলাম
আমার সাথেই আমার মতই অসংখ্য পুরুষকে দেখলাম।
প্রত্যেকের চোখ জোড়া লালসায় ভরা
হাত জোড়ায় ছুটোছুটি করছে কামনা
প্রত্যেকের পা দুটো ছুটে চলছে কামনা চরিতার্থের পথে,
দুই-একজন পুরুষের এ পথে হেঁটে চলা বেমানান লাগে।


চোখের দু'তীর


চোখের দু'তীরে ---
বন্যার পর জমা পলি মাটি শুকিয়ে গেছে
সমগ্র অঞ্চল জুড়ে ব্যস্ত বন্দর।
দূর-দূরান্ত থেকে নৌকো আসে,
জাহাজও আসে,
খালাসীরা পণ্য উঠা-নামাতে সদা ব্যস্ত
এখানে প্রতিটি মুহূর্তে অর্থের লেনদেন হয়
জীবনের স্বপ্নগুলো নোনা পানির দরে বিক্রি হয়
তীরে সদ্য জেগে উঠা শুভ্র কাশফুলের কোমল চারাগুলো
                    পদতলে পিষ্ট হয়।
মুমূর্ষু তীরাঞ্চলের কষ্ট কেউ বোঝে না
তীরের কষ্টের সাথে জীবনের কষ্টের সঙ্গমে
আরেকটা জীবন জন্ম নেবার অপেক্ষায় থাকে।

তুই কি চোখের দু'তীরের কাজল হবি
তীর জুড়ে শুভ্রতা ছড়ানো কাশফুল হবি?
কিংবা হতে পারিস মায়ার আলোয় জড়িয়ে থাকা কৌমুদী।



-------------------------------------

সোমের কৌমুদী 
মুঠোফোনঃ ০১৯১৩৪২৯০৭২