কবিতা: সন্তু পাল। - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: সন্তু পাল।



  আমন্ত্রণ


সেই ছোট্ট বন্ধু,নামটি কি জেনো ছিল!!
হ্যাঁ তুই তপন নারে,করে এলি গ্রামে?
দেখা করার সময় হয়নি বুঝি!
নাকি বিদেশে গিয়ে একেবারেই ভুলে গিয়েছিস?
তা ভুলতেই পারিস.....
ওখানে নতুন আদব কায়দা, নিয়ম-কানুন,নতুন বন্ধুরা......

তপনের কন্ঠস্বর ভারি হয়ে ওঠে..
কি বলছিস তুই এসব...
'চুপ করবি নাকি সেই ছোটবেলার মতো দৌড় করাবো তোকে।'
তোর মনে পড়ে, সেই ছোটবেলা ...
প্রথম যেদিন তোকে আমন্ত্রণ জানিয়েছিলাম!
তোর মনে পড়ে,কাঁচামিটে আম পেড়ে খেতাম সেই...সেই.....
তোর মনে পড়ে! স্কুল থেকে এসেই ফুটবল খেলা......

কিন্তু প্রথম আমন্ত্রণের দিনটি ছিল অনবদ্য..
আচ্ছা, বিদেশে গিয়ে কি  কি শিখলি রে তুই?
মাকে মনে রাখিস তুই...আর তোর বাবাকে..
জানিস.….তোকে তোর বাবা আমন্ত্রণ করেছিল
পাড়ায় দূর্গাপূজায়,কই তুই তো এলি না....
কাজের অজুহাত দিয়ে দিলি শুধু.....

আচ্ছা,দেখা যখন হলো,বল কেমন আছিস...
কথাটি শুনেই তপনের চোখ জুড়িয়ে
জলের রেখা ফুটে উঠেছে স্পষ্ট দেখলাম।
নিজেকে সামলে নিল তপন....
"ভালো আছি রে''
--এই একটি কথা বলেই ছুটে চলে গেলো বাড়ির দিকে..
ভালোই বুঝতে পারলাম !
তার চোখ জুড়িয়ে নয়নের ধারা অব্যাহত ঝরছে।

ঠিক পরের দিন আমাকে আবার নিমন্ত্রণ করে বসলো।
আমি গেলাম, কিন্তু দেখা হল না....
বিদেশ থেকে তার ডাক এসেছে যে...
তাই পাড়ি দিয়েছে সুদূর আমেরিকায়...
ঐ আমন্ত্রণ যেন স্মৃতিপটে আমন্ত্রণের ধ্বনি হয়েই রয়ে গেল.....

***************************

 সন্তু পাল
গ্রাম+পোস্ট:খাকুড়দহ
জেলা: দঃ ২৪ পরগনা
থানা: জয়নগর
ফোন: ৭০০৩২৫৯৩২৩