তন্ময় সিংহ রায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

তন্ময় সিংহ রায়ের কবিতা


  "তুই চাইলেই হয়" 

        -----------------------------

তুই চাইলেই করতে পারি আকাশগঙ্গা জয়!  
পারিনা যা, তাও পারি, তুই চাইলেই হয়।   
তুই চাইলেই রেটিনাটা রাখবো তোর হাতে,  
অন্ধকারটা বিলীন হবে, তোর দৃষ্টির সাথে!   
তুই চাইলেই বিপদগুলো নিতে পারি আমি,  
তুই চাইলেই পারিস হতে, আমার কাছে দামি! 
 আ-মৃত্যু তোর চিত্তে করতে পারি বাস, 
নিঃশ্বাসটাও দিতে পারি, যদি তুই চাস। 
তুই চাইলেই পারি যেতে বারে বারে হেরে!
তুই চাইলেই হৃদপিন্ড নিতে পারিস কেড়ে!
স্মৃতিতে তোর দিবারাত্র ভাসতে পারি জানি,
তুই চাইলেই দুটো জীবন কাছাকাছি টানি।
ভাবিসনা মন, আবেগপ্রবণ! প্রমাণ দিতে রাজি, 
একবার বল হ্যাঁ, আমি শুরু করবো আজই।।

 --------------------------------------------------------

Tanmoy Sinha Roy, Natunpally padmamadhur bagan, P.S+P.O - Sonarpur, Kolkata -700150, District - South 24 Pgs.