Featured Post

কবিতা: দেবী রায়



আলো-সুখ



আমার সুখ- বসন্ত মল্লিকার ন্যায়,
কোমল-নির্মল-পরিমলময়!
অনেকের সুখ, বিকেলের স্থলপদ্মের মতো-
নির্ব্বাস, মুদিতোন্মুখ।
আমার সুখ তা নয়,
আমার সুখ- রবিকর-ফুল্ল জলনলিনীর ন্যায়
সুবিকাশিত, সুবাসিত, রসে পরিপূর্ণ!
উজ্জ্বল পূর্ণ দলরাজি হতে রোদ প্রতিফলিত হয়
তার মুখে যে হাসি ধরে না!
মাঝে মাঝে সবার কানে কানে
বলতে ইচ্ছে করে- ওগো,
তোমরা কি কখনো সুখের আলো দেখেছ?
যদি না দেখে থাক, তবে
একটিবার এসে তোমরা দেখে যাও-
মনের আলো কেমন রঙের হয়!
কারা যেন বলে- "অনেক সুন্দরী
পথ আলো করে চলে
অনেক নারী ঘর আলো করে রাখে।"
কিন্তু আমি বলি- সেই আলো তো প্রদীপের মতো
তেল চাই, নইলে জ্বলে না
আবার স্পর্শ করলে নাকি মরণ হয়!
আমার সুখের আলো তেমন নয়,
আমার সুখ- পূর্ব-আকাশের সূর্যরশ্মির ন্যায়
দীপ্ত, প্রভাময়- যার উপরে পড়ে
সেই ফুটন্ত পদ্মের মতো বিকশিত হয়ে উঠে!
যেমন সরোবরে রাজহংস বাস করে
তেমনই আমার মধ্যে তার বাস।
যদি আমি শিল্পি হতাম
যদি আমি ছবি এঁকে দেখাতে পারতাম
তবে সেই সুখ, সেই আলো দেখাতাম!
যদি সেই রঙ ছিটাতে পারতাম
যদি সেই ধীর কাটাক্ষ তার বর্ণনা করতে পারতাম
তবে দেখাতাম-
সন্ধ্যার বাতাসে কম্পিত নীলপদ্মতুল্য
তার মধুর কটাক্ষ!
যে সমুদ্রতলের কৌস্তুভরত্ন
যে সাগরতলের অমূল্য সম্পদ
তার রুপ ও গুণ কেমন করে বর্ণানা করি-
তোমরা একটিবার বলে দাও আমায়- - -

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী