Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতাগুচ্ছ: সান্ত্বনা চ্যাটার্জি






গরম ভাতে ঘি


মা কোথায় তুমি ! বড্ড খিদে 
গরম ভাতে ঘি
আর একটা কাঁচা লঙ্কা

একটু সবুর করো মনি
একটা আলু মেখে দি .

আমার মা গরম ভাতে ঘি এখনো 
আছেন আমার মেয়ের দিম্মা ;
তবু যেন অনেক দূরের কেউ
অনেক অচেনা !
মা তোমার হাতে মাখা গরম ভাতে ঘি
খেতে আর মন চায়না 
.....

বুকে চাপা কষ্ট নিয়ে দিন কেটে যায় ,
মনের চোখের সামনে কত কিছু ঝাপসা হয়ে আসে 
ছেলে মেয়ে জীবনের আসল জমানো ধন 
দরকারে কাছে এসে পিছন এ দাঁড়ায় 

তাদের কর্ত্যব্য জ্ঞানে জল মিশে নেই ;
মন বড় একা হয়ে গেছে
জীবনের শেষে এসে পিছনে 
তাকালে মনে পরে 
কত কিছু নেই !

🌸🌸


মৃত্যু কতো কাছ দিয়ে 

চলে গেলে


মৃত্যু কতো কাছ দিয়ে চলে গেলে
এখন ভাবলে মিথ্যা মনে হয়
মনে হয় আসনি তুমি 
শুধু ছায়া ফেলে ছিলে 
তবে কেন কেউ জীবন কে ধরে রাখে 
মৃত্যু তুমি অসহনীয় যন্ত্রণা রূপে
ছুঁয়ে , জীবন কে মিথ্যা বলে গেলে, 

তোমার ছুঁয়ে থাকা দন্ডে দন্ডে পলে পলে 
তোমার হীম অশ্রুজলে 
পিচ্ছল জীবন ,
বুঝে ও তবু না বোঝার ভাণ 
জানি থাকবেনা 
তবু আঁকড়ে রাখি প্রান 
যতদিন আছে থাক
ডেকোনা আমায় 
এখনো যে হয়নি সময় 
এখনো অনেক বাকি 
কতকিছু হলনা যে শুরু 
শেষ দেখা বাকি আছে কতো
ফিরে যাও ফিরে যাও 
জীবন কে ভালবাসতে দাও
আরো কিছু দিন 
পূর্ণ করতে হবে প্রতিশ্রুতি কত 
বাকি আছে ঋণ 
দয়া করো আজ যাও 
এসো পরে অন্য কোনো দিন

🌸🌸


সত্য-মিথ্যা




দিনে গেছি , রাতে ও ,
প্রভাতে সন্ধ্যাকালে
কিছু বাকি রাখিনি প্রয়াশ ,
তবু দেখা পাইনি বন্ধু ।

কার দেখা চাস !
শন শন বাতাসের গায়ে
জলন্ত চিতাভস্ম ওড়ে
আকাশের অনন্ত জিজ্ঞাসায় ।

মন্দির মসজিদ গির্জা বা
গুরুদ্বার নয় ;
এ মহা শ্মশান আসি যাই
একবার যদি দেখা পাই বন্ধু ,

পারবি কি !
মৃত্যু ডেকে বলে আমায় ;
তোর চিতা জ্বলে সম্মুখে,
রক্ত মাংস চামরা পোড়া
মাথা হাড় ফাটা
দর্শন!
পারবি কি , মনে হয় !
তবুত্ত বলছি আমি
সত্য দেখতে চাই-
মৃত্যু কি শেষ সত্য ?
জীবনটা মিথ্যা ?
কি করে বলছ এ কথা ।
আমি যদি মিথ্যা হই
তুমি ও যে মিথ্যা হবে ।
বার বার আসি মহাকাল বেয়ে
তবু কেন পাই না তোমার ,
দেখা মৃত্যু আমার।

🌸🌸





জয় গোস্বামীর জন্য 



জানলা দিয়ে তাকিয়ে দেখি রাস্তা বয়ে যায়
কত রকম গাড়ি , কেউ বা রিক্সায়
চলার নাম জীবন  - সময়  দাঁড়ায় না -
জিততে যদি চাস জীবন এগিয়ে চলে যা 
আমিও চলি .. পা চলেনা  .. মন 
হওয়ায় ওড়ে মেঘের কোলে যথেচ্ছা  ভ্রমন
মেঘের সাথে জয় কে দেখি 
কেমন চলে যায়  ...কালির সাথে মন চলে  তার  ... পাতায় পাতায় 
জয় কে ? আরে তাও জানোনা - কবি সে গোস্বামী, 
আমার সাথে তার তুলনা  হয় না? আমি জানি !
তবু ও ভাবি ..রাস্তা কেন ..চলতে যদি হয় 
এমন ভাবে ই  কলম কালির  হোক না পরিচয় 
জীবনের দিন শেষের পথে  ..অনেক হলো চলা 
জমে জমে পাথর হোলো অনেক না-বলা
সে সব কথা ছন্দে চলে ..তাল মিলিয়ে পা
হোক শুরু আজ  ... মন রে আমার  যা এগিয়ে যা.

🌸🌸




তুমি আসবে চিরদিন

তুমি আসবে চির দিন
মরণের ওপাড় থেকে 
অন্তহীন অনুপ্রেরনায় 

তুমি আস ফিরে বারে বারে. 
নিস্বরে কথা বলে যাও 
তুমি আসনি শরীরে 
তবু দেখিছি তোমায়
পূর্নিমার রাতে 
নতুন প্রভাতে 
আর গরীবের ভাতে 
তুমি বলনি যে কথা. 
রেখেছিলে মনে. 
সে কথাও ছুঁয়েছে তার
হৃদয় বীনার 
গোপনে গোপনে 

তোমার বুক চিরে যত অশ্রু 
নীল অক্ষরের স্রোতে করেছে পিছ্বল 
আমার চলার পথ 
কল্পনায় দেখেছি তোমায় 
কবি তুমি আসবে 
ফিরে 
আসবে কালের গভীরে 
আসবে বারে বার
দেহ নাই বা এলো

লেখনী তোমার কোনোদিন 
হবে না কবর. 

🌸🌸



সন্ধ্যা নামছে  দেখো ধীর পায়ে লজ্জা রাঙা ,আকাশের বুকে , 
তারা ঝিল মিল চোখ দুটি  খুলে ও খোলেনা ,
শতবার বিদায় জানায়  তাকে  , ফিরে ফিরে চায়  ,
পশ্চিম দিগন্তে  সূর্য্য  যায় অস্তাচলে 
দিন শেষে  পাখী যত ফেরে নীড়ে , 
বউ কথা কও বলে আর সে ডাকেনা ,

বড় চেনা পৃথিবী ছেড়ে  আজ যাব চলে
একবার কাছে এসে বসো , 
দুটি কথা বলো তুলে আনত নয়ন  মুখ পানে  ,
 আজ শেষ গানে  বলে যাই 
 তোমায় কি চোখে যে দেখি  , ডেকে বলে কবি  ,
চেয়ে দেখো সন্ধ্যা নেমেছে  সাথে তার
শেষ সে দিনের ছবি

ঝরা পাতাদের পথে 


ঝরা পাতাদের পথে  গেছি  যার খোঁজে  ,
জীবনের আনন্দ  সে পেয়েছে কি  খুঁজে!
ভেবেছি  বারংবার  , কোন কথা
 ব্যথা দিয়েছে  আর কার সুরে  গান গেয়েছে 
হৃদয় তার  , আকাশে বাতাসে  কেবলি  তো হাহাকার  , জন্ম মৃত্যু কোথাও পাই না খুঁজে, হৃদয়ের চোখ বুঁজে  , কান্নার মতো শুনি গান তার 
আমার এ  হৃদয় মাঝে  ,
কোন দিশা পেলে বয়ে গেলে কার পানে 
আমি বসে থাকি  পথ  চেয়ে. নির্জনে 
যতবার শুনি গান  চিনি তোকে  বলে প্রাণ
সে গান আমায় পাকে পাকে বাঁধে  -
এ প্রাণ আমার নাপাওয়ার  শোকে  কাঁদে



মধুরের সংগীতে


হৃদয় খুঁড়ে বেদনার বারি
খোঁজো তুমি- মরু ভুমি অন্তর,
তুমি পাওনি খবর,
কোথা জলাসয় বৃষ্টি বাদল,
মেঘপাখিদের দল,
কার চোখের তারায়
দৃষ্টি হারায় ,ভ্রু-ভংগিমায়
নাচে থরথর জগো চরাচর!
তবু কেন বৃথা এতো আয়োজন
কার প্রয়োযনে
করাঘাত করো,
কার ইচ্ছায় ডানা কাটা গাংচিল,
অসহায় ডোবে এক হাত জলে
হদয়ে নাড়ায় কড়া !
ভুলে গেছে মন
সেই মধুবন
আজো আসে চুপিসারে,
হৃদয়ের তারে ওঠে ঝংকার,
ফল্গু ধারায় ধুয়ে যায় যতো
বেদনর রঙ কালো ;
যতো দূর যাও যন্ত্রনা দাও
তবু ও পাবেনা ছুঁতে ,
বেদনার বারি
লুকিয়েছি আমি
মধুরের সংগীতে।

৩)কথা শুধু বলে যাই
সে কথা কেনযে ছাই
বেতাল বেসুরো কানে বাজে
ছন্দ মেলেনা তবু
মিল খুঁজে ফিরি শুধু
নতুন ও বিগতর মাঝে
কাল যত বয়ে যায়
প্রাণ করে হায় হায়
শুনলে না তুমি এই গান
প্রাণের ভিতরে বসে
"আমি" মৃদু মন্দ হাসে
আমাকে চিনবে কবে প্রাণ

লেখা-
কেন এত ভালবাসে লেখনী আমার
দেখা
যদি নাও পায় প্রশংষা তোমার
তবু-
নিজের পরিচয়
বহন সে করে সে যায়
ছেঁড়া কাগজের গায়,
আঁকা বাঁকা অক্ষরে,
সযত্নে রচিত এই কবিতা আমার ।

৪)
শূণ্য

সান্ত্বনা চ্যাটার্জি

কেন এমন অপূর্ণতা জীবন জুরে থাকে ;
খুঁজব কোথায় ;
কেমন  করে পাব তাকে !
আকাশ ভরা সূর্য তারার ফাঁকে ফাঁকে
যে পূর্ণতার আভাস মেলে ,
সব ফেলে আজ তাকেই ডাকি ;
কেমন খেলা খেলছে হৃদয় ;
শূণ্যকে আজ পূর্র্ণ বলে হচ্ছে মনে ।
বনে বনে ,
পাতায় পাতায়,
ফুলে ফলে ,
কে যেন ডাক দিচ্ছে আকুল স্বরে !
শূণ্য কলস বিনা জলে
ভরল কেমন করে ।

আমি বর্ষা হয়ে যাই


তুমি বৃষ্টি ভালবাস তাই
আমি 
আমিফোঁটাফোঁটাজলেজীবনডোবাই,
নোনতাচোখেরজলেস্বপ্নভাসাইআর
হৃদয়সাগরেডুবদিয়ে
স্মৃতিরমুক্তকুড়াই,
তুমিবৃষ্টিভালবাস,
আমিমেঘেরআড়ালেথেকে
ঝরণাহয়েযাই-
টাপুর-টুপুরগানেতোমাকেভোলাই,
তুমিবৃষ্টিভালবাসতাই
আমিঝরনা  যাই
কখোনোবাঘনকালোমেঘবেয়ে
প্রবলবর্ষণেপৃথিবীডোবাই,
তুমিবৃষ্টিভালবাস,
আমিবর্ষাহয়েযাই





Sent from my iPhone
--
Santwana Chatterjee
--
Santwana Chatterjee

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩