কবিতাঃ দুলাল সুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতাঃ দুলাল সুর

বৃষ্টির প্রার্থনা

              

গুমোট গরম, হলকা হাওয়ার তপ্ত দ্বিপ্রহরে
চাতক পাখির দল উড়ছে আকাশজুড়ে
তৃষ্ণার্ত বুকে ঘুরপাক খায় বৃষ্টির প্রার্থনাতে।

মাতাল ঝোড় হাওয়ার ধুলো উড়িয়ে
বিস্তৃত দিগন্ত জুড়ে কালো মেঘের চাদর ছায়ে
বৃষ্টির পূর্বাভাসে পক্ষিকুল সব বাসায় ফেরে। 

আকাশ চিরে মুহুর্মুহু গুরুগম্ভীর বজ্রপাতে
ধ্বংসের বারতার অগ্নিঝলকে
ভয়ার্ত কাপুনি জাগে হৃদমাঝারে।  

বৈচিত্রময় রিনিঝিনি সুরতালে
অপেক্ষার অবসান হল যামিনীর শেষ প্রহরে   
শীতল বারিধারায় বর্ষিত হল প্রকৃতি মাঝে

বৃষ্টিস্নাত হিমেল বাতাসের নির্জনতা গায়ে মেখে  
মনের মাঝে সুপ্ত ইচ্ছেরা সব পাখনা মেলে
ভিজে মাটির সোঁদা গন্ধে ভেসে যায় স্বপ্নলোকে।
*********************************

-       দুলাল সুর –
শ্রীনগর ১ নং, মধ্যমগ্রাম,
উত্তর ২৪ পরগনা,                   
কোলকাতা – ৭০০১২৯,   
     Mobile + Whatsapp – 8777624513