কবিতা: সুদীপ্তা সর্বজ্ঞ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: সুদীপ্তা সর্বজ্ঞ



ভক্তিমূলক



টেমসের পারে নাগরদোলায় ঝুলে আছে ঈশ্বরের গুণকীর্তন-
কেউ দেখছে না যদিও; সবাই জানে।
নদীর তলার মাছ ও কিছু জলজ কীট হাসাহাসি করে রোজ এই নিয়ে।
বলে, গালাগালি ঢের সুস্বাদু !
আমি অপমানবোধে ফ্রেমে বাঁধালাম দিব্যলীলা- দেখুক এবার লোকে।
চার্চের ঘন্টা বাজতে থাকলো,
এক...দুই...তিন...
প্রহর গুণতেও কেউ তাকালো না ফিরে।
অসহায় গাড়ির চাকা আমায় নিয়ে যায় গন্তব্যে, ত্রুটি নেই এতটুকু।
আগলে রাখা পিঠের ব্যাগ, অধৈর্য্য আংটি আর টুকরো টিফিন -
সবাই খবর পেয়েছে অবিশ্বাসের, এক আমি বাদে।

অথচ আজ রোববার সারা শহর চার্চ থেকে ফিরছে প্রার্থনা সেরে।

================