কবিতা: নাসির ওয়াদেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: নাসির ওয়াদেন

        

      শেষ দেখা

      

মাকে দেখতে খুব অচেনা লাগে
মায়ের মুখে আর সেই লাবণ্য নেই
চোখে নেই জোৎস্না ঝরা রাত
কবে মা হরিদ্বার থেকে ফিরে এলো
মনে করতে পারছি না

বাবাকে গালি দিতে ইচ্ছে করে বহুবার
কিন্তু জন্মের পর বাবার মুখ দেখিনি
হয়ত বাবাই ছিল না কোনোদিন
সন্ধ্যা নামলে বাবার গন্ধ খুঁজে পায়,

একদিন ইচ্ছে করেই মাকে শুধালাম
বাবা আসে না কেন , মা ?
মা কোনো উত্তরই দেয়নি কখনও ---

যেদিন মায়ের সাথে শেষ দেখা হল
বলেছিল :শোন, তোর বাবাই প্রকৃত পুরুষ
                        -------

      Nasir Waden
C /o -- Soumya Xerox, Station Road
P.O. -- Murarai ,Pin-731219.
Dist -- Birbhum. W.B
Phone --8926625921
  

                xxxxxx