কবিতাঃ সোমা মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতাঃ সোমা মজুমদার

আমি একটা নষ্ট মেয়ে


একা ছিলাম ভালোই ছিলাম
ঝড়ের মতো এসে সবি করলে এলোমেলো
একটা ভুল থেকে তোমাকে পাওয়া
ভুল টাকে ফুল ভেবে করলাম
আবারও ভুল। 

রাত দুপুরে ক্ষমা চেয়ে একটা এস- এম-এস
ক্ষমা করে দিলে তুমি আমায়
ভাবছিলাম এটা তোমার উদারতা
কিন্তু জানতাম না
এটাও ছিল তোমার আরেকটা কৌশল


প্রথম যেদিন ডাকলে আমায়
বুকভরা একরাশ আশা
আর চোখভরা স্বপ্ন নিয়ে
ছুটে গিয়েছিলম তোমার কাছে। 

আড় চোখে আমায় দেখা
আমার চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া
কিংবা অপলক চেয়ে থাকা
ভাবছিলাম সবি তোমার ভালবাসা
ভাবিনি এই দুটো চোখ ছিল লালসার। 

তোমায় নিয়ে যখন আমি 
বুনছি প্রেমের জাল
তুমি তখন খুঁজছিলে
আমাকে শিয়াল কুকুরের মতো খুবলে খেয়ে
ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যাওয়ার কৌশল।

রাত জেগে ফোনে প্রেম আলাপ
আমার বুকে মাথা রেখে রাত জাগার গল্প
প্রথম আমার কাছে আসা
প্রথম আমায় জড়িয়ে ধরা
প্রথম তোমার চুমু খাওয়া
সবি ছিল আমার কাছে
পবিত্র ভালবাসা
কিন্তু তুমি আমায় বোকা বানালে
খুব বোকা

এখনো মাঝে মাঝে 
শহরে চেনা গলিতে তোমার দেখা পাই
দূর থেকে দেখি তোমায়
চেহারার গ্লো, পোশাকের আভিজাত্য
আর গাল ভর্তি হাসি দেখে
বুঝতে পারি তুমি কতটা ভালো আছো।

একটা রুগ্ন শরীর
চোখের নিচে কালি
কিছু পাগলামি
আর অনেক টা হতাশা নিয়ে
আমিও খুব ভাল আছি। 

তোমায় ভালবেসে আজ আমি
শুধু অসতী না,
দুনিয়া জানে
আজ আমি একটা নষ্ট মেয়ে।।

===================
কলমে সোমা মজুমদার
আসাম হাইলাকান্দি।