আবদুস সালাম-এর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

আবদুস সালাম-এর কবিতা


মৃত্যুর পসরা নিয়ে বসে আছি পৃথিবীর আঙিনায়



মৃত্যুর পসরা নিয়ে বসে আছি পৃথিবীর আঙিনায়
হরিলুটের মতো কাড়াকাড়ি পড়ে মৃত্যুর বাতাসা
জেগে ওঠে এভাবেই মৃত্যুর অলৌকিক পাহাড়

হুংকারে হুংকারে কেঁপে উঠবে মহল্লা
দাহহীন যৌবনের স্তব্ধভাইরাস জেগে ওঠে হাহাকার এর দ্বীপে
মহাসমোরোহে পালিত হবে আমাদের মৃত্যু দিন

ভালোবাসার আকাশে শ্রাবণের ঘনঘটা
হুংকার ছাড়ছে মেঘেরা
থেমে থেমে ঝরে পড়ছে রক্তবৃষ্টি
                                   
 আমাদের অস্তিত্ব খুঁজি রক্ত সমৃদ্ধ বলয়ে
সুদীর্ঘ সমাধির পাশে শব্দ হীন রৌদ্রক্লান্তছায়া
নীরববাতাসে দুঃস্বপ্নের কালোরাত উঁকি মারে

নষ্ট শব আর হাড়মাংসের কলরব ভাসে মহল্লায় মহল্লায়

==========================================

আবদুস সালাম
প্রয়াস, শ্রীকান্তবাটী মাদারল‍্যান্ড
ডাক  রঘুনাথগঞ্জ  ,মুর্শিদাবাদ 742225
9734332656