কবিতা: পারমিতা ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: পারমিতা ভট্টাচার্য




   বৃষ্টি  ******


ভেতর প্রাচীর ভেঙে যায়―
ক্রমাগত বৃষ্টি পতন !

ঝিঙেফুল হলুদ শাড়িটি,
সাঁকোয় দাঁড়িয়ে এক পা
ওপারে বাড়িয়ে দিচ্ছে ; আর
হ্রেষাধ্বনিতে সারা বন,
কেঁপে কেঁপে উঠছে ঘুমঘোরে...

ও পারে রাক্ষুসে প্রলোভন;
এই পারে বৃষ্টি অঝোরে...

=====================

পারমিতা ভট্টাচার্য 
উত্তরপাড়া, হুগলী