কবিতা: ফিরোজ হক্ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: ফিরোজ হক্

     
ভালোবাসার পরাধীনতা 

            

আজকাল কথাকে আড়াল করে রাখি
আসলে
ভালোবাসা যন্ত্রণা পেতে পেতে ক্লান্ত
ভালোবাসা নাকি স্বাধীনতা কেড়ে নেয়!
কেড়ে নেয় সুখ-শান্তি-স্বস্তি
ভালোবাসার ডোরে তোমার যে পরাধীনতা
সেই পরাধীনতাই কি ভালোবাসাকে
উস্কোখুস্কো মেজাজে বেঁধে দেয় না? 

এই নিয়ে তোমার ১৪বার বিরহ
ভালোবাসার পরাধীনতা সাড়ে আটবার
বিরহকে মিলনে পরিণত করেছে... 

আসলে ভালোবাসায় পরাধীনতা নামক কোনো বস্তু নেই
আছে একপ্রকার সুগন্ধ
সমস্ত সম্পর্কের সুগন্ধের সঙ্গে ভালোবাসার সুগন্ধের স্বাদ মেলে না...
                ------×------

ঠিকানা:
গ্রাম+পোস্ট-মেটেলী
জেলা-জলপাইগুড়ি
পশ্চিমবঙ্গ
পিন-৭৩৫২২৩
চলভাষ নম্বর-৮৩৪৫০৯১৪১৫/৬২৯৪৬৩১৩৫৩