কবিতা: দেবার্ঘ্য সাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: দেবার্ঘ্য সাহা



মেঘবালিকা



বৃষ্টি তোমার গর্ভে বাঁচে,
আলতো কোমল যত্নে।
বৃষ্টি তোমার আস্কারা পায়,
বন্য হওয়ার জন্যে।

বৃষ্টি তোমার স্বপ্ন আঁকে,
রঙিন অঝোর ধারায়।
বৃষ্টি তোমার দৃষ্টি সাজে,
আনমনা ইশারায়।

ইচ্ছেমতো ছন্দে মেতে,
মন তবু মরসুমি।
সবুজ ঘাসে, নতুন পাতায়,
মেঘ বালিকা তুমি।

শরীরী ভাষায় লেখা,
তোমার হিমেল প্রতিধ্বনি।
গল্পের ঠোঁটে ঠোঁট রেখে,
আমি গাছের পাতা গুনি।

====================                   
  
দেবার্ঘ্য সাহা।
Ph no. 7998089196
Chakraborty para,Baruipur.Kol-144.