কবিতা: ইতিকা বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: ইতিকা বিশ্বাস



"মৃত্যু চাদর"


.....................................................................


মৃত্যু চাদর শরীরে জড়িয়েছে বোধহয়
দহন জ্বালায় জ্বলছে আপাদমস্তক
সংকীর্ণতার আঁখি কারাবদ্ধ বিপদগ্রস্থ্য
বাঁচার হাতিয়ার তালাশে মত্ত সর্বময়।

দিনের শেষে দিনের শুরু ভিন্ন মানবজাতি
সূর্যদয় সূর্যাস্তের ফারাক করে থাকি
মিনিটেই প্রাণনাশ হতে পারে জেনেও
শেষবারেও মগজে হিংসার বিষ স্বজাতি।

বদলাবে সময় মানব উন্নয়ন, ঘুচবেনা হানাহানি
রক্তাক্ত রঙিনতায় যুগের পরিবর্তন নিশ্চিত
বলবে কাকে নিজেই শত্রু একই রকম সবাই
আসছে দিনে মিলবে সচরাচর প্রাণহানি।

দিবালোকে প্রতিনিয়ত ঘটনায় কান্নার চিৎকার
প্রতিবাদ বন্ধ তালিকায় সূচনায় সমাপ্ত
প্রকাশ্যে চলেছে দূর্নীতির দূর্নিবার
মানুষের নিরবতার পরিচয়ে আজ হাহাকার।

মৃত্যু চাদর প্রতিনিয়ত জড়িয়ে আমরা আছি
ভয়সঙ্কুল জীবন যাপন পূর্বের ইতিহাসে এগিয়েছি
আজকের পরিনতি হার মানাবে স্বাধীনতার আগে
পরাধীনতার ভারতবর্ষ মুক্তিতে আজও ভুগেছি।

=================================

নাম-ইতিকা বিশ্বাস 
গ্রাম - উত্তর শিমুলপুর 
পোষ্টঅফিস - ঠাকুরনগর 
জেলা - উত্তর চব্বিশ পরগনা 
পিনকোডঃ 743287 
মোবাইল নম্বর - 7908698587