কবিতাঃ ফারুক মোহাম্মদ ওমর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতাঃ ফারুক মোহাম্মদ ওমর



স্বৈরাচারের স্বাদ



দফায় দফায় তোমার প্রশংসা করে 
আজ কেবল স্বৈরাচারের স্বাদ পাচ্ছি 
বৈশাখের আর্তনাদ চৈত্রের দুপুরে সূর্য যেমন 
পূর্ণ শক্তি প্রদর্শন করে 
তুমিও ঠিক তেমন আকাশচুম্বনী 
চুষে খাও গরীবের জমানো মাল। 

ঘর্মাক্ত মানুষগুলো আজকাল বড্ড ক্লান্ত হানাহানি আর বৈষম্যের জমিনে
অস্বস্তির নিঃশ্বাসগুলো কেঁদে যায় দিন রাত্রির অন্ধকারে 
বিশুদ্ধ শান্তির খোঁজে 

চারিদিকে আন্দোলন চলছে আন্দোলন 
পুলিশও বসে নেই, ধাওয়া দিচ্ছে ,টিয়ারশেল ছুড়ছে,
রাবার বুলেট, জলকামান, লাঠিপেটা আর 
ক্যামেরা প্রতিরোধ করে চালাচ্ছে ধরপাকড় 
বলছে সব নাকি শান্তি শৃঙ্খলার জন্য 
মানুষগুলোও কেমন গর্তে ঢুকে আছে 
যেন লুকিয়ে থাকাই বিরহকাল। 

অথচ এখন সময় বিক্ষুব্ধতার
জনতার হুংকারে গর্জে ওঠার রুদ্রমূর্তি কাল বৈশাখী ঝড় 
এসো তবে সমবেত কণ্ঠের উচ্চারণে
বঞ্চনার আগুনে পুড়িয়ে দেই স্বৈরাচারের লকলকে স্বাদ। 

=======================

ফারুক মোহাম্মদ ওমর 
ঢাকা, বাংলাদেশ 
অনুরোধ -01879578246