কবিতা: রবিউল ইসলাম মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

কবিতা: রবিউল ইসলাম মন্ডল


"সৃষ্টিকে"
"''''''''"""""


দুহাত তুলে মজায় মাতি সৃষ্টি সুখের উল্লাসে
অতি আশ্চর্য যে দিকে তাকাই ভরা সবকিছু ভূল‍্যোকে ।
গুরুগম্ভীর আকাশের রূপ সাতরঙা সাজে রামধনু 
অনাসৃষ্টিকে হার মানিয়ে সবার দৃষ্টি চমকানু। 
বন্ধুর পথে অবলীলা ক্রমে এগিয়ে চলিছে উষ্ট্র
আম্ভ্রের তলে কালবৈশাখীতে পাড়ার ছেলেরা দুষ্ট। 
গাঁঙুড়ের জলে বেহুলার ভেলা ভাসিতে দেখেছে কত না-
না জানি সেদিন চাঁদের মনেতে ছিল যে কতই যাতনা !
বাগদি বুড়ির চুপড়িতে শাক, আহা অপরূপ সৃষ্টি 
প্রকৃতির খেলা শূন‍্যতে মেঘ অঝোরে পড়িছে বৃষ্টি। 
সৃষ্টি সুখের উল্লাসে আজ ছন্দ হারায়ে ফেলি 
যেদিকে তাকাই মন ভরে যায় আনমনে উঠি দুলি। 
           
                   ------------------------------------